Sunday, September 21, 2025

জা*তীয় পার্টির কোনো নে*তার সাথে আমি টক শো করি না

আরও পড়ুন

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সম্প্রতি একটি টকশোতে জাতীয় পার্টির ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেছেন।

তিনি বলেন, “ক্ষমতালোভী ফ্যাসিস্ট সরকারের যারা সহযোগী ছিল, ১৪ দল কিংবা জাতীয় পার্টি, তারা কোনভাবেই এই দায় এড়াতে পারেন না। বাংলাদেশের এই সংকটময় পরিস্থিতির অন্যতম একটি দায়ী দল হচ্ছে জাতীয় পার্টি।”

নুরুল হক নুর আরও উল্লেখ করেন যে, “জাতীয় পার্টি রাজনৈতিক প্রাসঙ্গিকতা বাংলাদেশে বর্তমানে নাই। ফ্যাসিবাদের জাতীয় পার্টি গণহত্যার বিচার হলে তাদেরকে মুখোমুখি হতে হবে।”

আরও পড়ুনঃ  বিএনপির অনেকেই উপজেলা নির্বাচনে অংশ নেবেন: কাদের

তিনি তার নীতিগত অবস্থান স্পষ্ট করে বলেন, “আমি জাতীয় পার্টির কোনো নেতার সাথে টকশো করি না, কোন আলোচনায় বসব না। আমি একজন ক্ষুদ্র মানুষ, কিন্তু এটি আমার প্রয়াস; আমি দোসরদের সাথে আপোস করবো না।”

উল্লেখ্য, নুরুল হক নুর ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অন্যতম যুগ্ম-আহ্বায়ক হিসেবে পরিচিতি লাভ করেন।

পরে ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন। বর্তমানে তিনি গণ অধিকার পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ