Saturday, August 2, 2025

প্রধান উপদেষ্টার শিক্ষা বিষয়ক বিশেষ সহকারী আমিনুল ইসলামের পদত্যাগ

আরও পড়ুন

শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) অধ্যাপক এম আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন। সোমবার (১০ মার্চ) দুপুরে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন আমিনুল ইসলাম নিজেই।

তিনি বলেন, ‘কিছুক্ষণ আগে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি।’

গণমাধ্যমকে তিনি আরও বলেন, ‘প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বারবার তাগাদা দিচ্ছিল পদত‍্যাগ করতে। তাই আজ দুপুর ২ টার দিকে আমার পিএসের মাধ্যম‍ে পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে সচিবে কাছে পাঠিয়েছি।’

এর আগে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার আমন্ত্রণ পেয়েছেন বলে নিজেই ফেসবুকে জানিয়েছিলেন।

আরও পড়ুনঃ  আইনজীবী সাইফুল হত্যার প্রধান আসামি যেভাবে গ্রেফতার হলেন

তার শিক্ষা উপদেষ্টার হওয়ার কথা শোনা গিয়েছিল। তবে পরে ৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সি আর আবরার শিক্ষা উপদেষ্টা হিসেবে শপথ নেবেন বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ