Monday, September 22, 2025

বাংলাদেশকে ১.০৬৩ বিলিয়ন ডলার দেবে জাপান

আরও পড়ুন

অনুদান হিসেবে বাংলাদেশকে ১ দশমিক ০৬৩ বিলিয়ন ডলার দেবে জাপান। শুক্রবার (৩০ মে) সকালে জামানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠকের পর এ কথা জানানো হয়।

যৌথ বিবৃতিতে জানানো হয়, বৈঠকে ৬টি সমঝোতা স্মারক সই; বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন ও অনুদান হিসেবে বাংলাদেশকে ১.০৬৩ বিলিয়ন ডলার দেবে জাপান।

বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি উন্মুক্ত ও শান্তিপূর্ণ ইন্দো-প্যাসিফিকে বাংলাদেশের সমর্থন জানানো হয়।

আরও পড়ুনঃ  হঠাৎ মধ্যরাতে লাইভে এসে কাঁদলেন সাদিয়া আয়মান, জানা গেল সত্য ঘটনা

বিবৃতিতে আরও জানানো হয়, রোহিঙ্গাদের টেকসই-নিরাপদ প্রত্যাবাসনই একমাত্র সমাধান।

উভয় দেশের মধ্যে চলমান সহযোগিতার সম্পর্ক আরও এগিয়ে নেয়ার বিষয়টি বৈঠকে গুরুত্ব পায় বলেও প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্র জানিয়েছে।

এর আগে সকালে জাপানের প্রধানমন্ত্রীর দপ্তরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ