Monday, September 22, 2025

ঈদুল আজহার তারিখ ঘোষণা করলো ইন্দোনেশিয়া

আরও পড়ুন

আনুষ্ঠানিকভাবে পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে ইন্দোনেশিয়া। দেশটিতে বুধবার (২৮ মে) থেকে জিলহজ মাস শুরু হবে। ফলে আগামী ৬ জুন শুক্রবার ঈদুল আজহা পালিত হবে। খবর গালফ নিউজ

আরেক মুসলিম দেশ মালয়েশিয়াও পবিত্র কুরবানীর তারিখ ঘোষণা করেছে। দেশটিরতে ২৯ মে পবিত্র জিলহজ মাস শুরু হবে। এক্ষেত্রে ৭ জুন শনিবার ঈদুল আজহার তারিখ ঘোষণা করা হয়েছে।

পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে ব্রুনাইও। দেশটিতে বুধবার (২৮ মে) থেকে জিলহজ মাস শুরু হবে। এজন্য ব্রুনাইয়ে শনিবার (৭ জুন) কুরবানীর তারিখ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুনঃ  ত্রাণের টাকা ব্যাংকে রাখার কারণ জানালেন হাসনাত

এদিকে আজ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সব দেশে জিলহজ মাসের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে দেশগুলো ঈদের তারিখ ঘোষণা করবে।

জিলহজ হিজরি সনের ১২তম মাস। এ মাসেই পবিত্র হজ এবং কুরবানী পালিত হয়। পবিত্র হজ পালনের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মুসল্লি ইতোমধ্যে সৌদি আরবের মক্কা নগরীতে জড়ো হয়েছেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ