Sunday, September 21, 2025

ইরানের সঙ্গে এক মাস যুদ্ধ চললে ইসরাইলের ব্যয় হবে কত মার্কিন ডলার

আরও পড়ুন

ইরানের সঙ্গে এক মাস যুদ্ধ চললে ইসরাইলের ব্যয় হবে এক কোটি ২০ লক্ষ মার্কিন ডলার

আট দিন ধরে চলছে ইরান-ইসরায়েল যুদ্ধ। এখনও সংযমের লক্ষণ নেই! এ ভাবে যদি মাসখানেক যুদ্ধ চলে, তা হলে ইসরায়েলের কোষাগারে বেশ চাপ পড়বে বলেই মনে করছেন আর্থিক বিশেষজ্ঞেরা। তাঁদের দাবি, এখন যে আগ্রাসী মনোভাব নিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরেয়েল, তা টেনেটুনে বড়জোর দু’সপ্তাহ চলতে পারে।

মার্কিন সংবাদপত্র ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর প্রতিবেদন অনুযায়ী, অর্থনীতিবিদদের দাবি, ইরানের সঙ্গে লড়াই যদি এক সপ্তাহ চলে বা বড়জোর দু’সপ্তাহ, যুদ্ধের খরচ নিয়ে খুব বেশি ভাবিত হবে না ইসরায়েল। কিন্তু তার বেশি হলেই কোষাগারের চাপ সামাল দেওয়া মুশকিল হবে।

আরও পড়ুনঃ  দেশে প্রথমবার পাঁচ*জনের শরীরে রিওভাইরাস শনাক্ত

অর্থনীতিবিদদের দাবি, যুদ্ধ যদি এক মাস চলে, ইসরায়েলকে প্রায় এক কোটি ২০ লক্ষ মার্কিন ডলার খরচ করতে হতে পারে। বাংলাদেশি মুদ্রায় তা প্রায় এক লক্ষ ২০ হাজার ৩৯৭ কোটি টাকা।

সূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ