Saturday, March 15, 2025

ইরানের হামলার জবাব অবশ্যই দেবে ইসরায়েল: সেনাপ্রধান

আরও পড়ুন

ইরানের হামলার জবাব অবশ্যই দেবে ইসরায়েল বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হেরজি হালেভি। সোমবার (১৫ এপ্রিল) এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত ইসরায়েলি বিমান ঘাঁটি পরিদর্শনকালে হালেভি এ মন্তব্য করেন। এর আগে, গত শনিবার গভীর রাতে ইরানি হামলায় ঘাঁটিটি ক্ষতিগ্রস্ত হয়। ইরানের চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ওই ঘাঁটিতে আঘাত হানে।

চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি আরও বলেন, ইসরায়েল রাষ্ট্রের কৌশলগত সক্ষমতার ক্ষতি করতে চেয়েছিল ইরান। যা আগে কখনোই ঘটেনি। আয়রন শিল্ড অপারেশনের জন্য প্রস্তুত ছিলাম।

আরও পড়ুনঃ  ‘নাৎসি ইসরাইলের’ পতন দেখছেন হিজবুল্লাহ নেতা নাসরুল্লাহ

তিনি বলেন, গত সোমবার আমরা দেখেছি কী ঘটেছে। আমরা মনে করি, ইসরায়েল খুবই শক্তিশালী এবং জানে কীভাবে কোন ঘটনা একা মোকাবিলা করতে হয়।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ