Wednesday, August 6, 2025

তৃতীয় ধাপের উপজেলা ভোটের তপশিল ঘোষণা

আরও পড়ুন

উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপের তপশিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ২৯ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার (১৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের তপশিল ঘোষণা করেন ইসি সচিব জাহাংগীর আলম।

এর আগে ২১ মার্চ প্রথম ধাপের উপজেলা নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়। আর ১ এপ্রিল দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়।

প্রথম ধাপের তপশিল অনুযায়ী, আগামী ৮ মে ১৫২ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৭ এপ্রিল যাচাই-বাছাইয়ের শেষ দিন ছিল। প্রত্যাহারের শেষ দিন ২২ এপ্রিল। অন্যদিকে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৩ এপ্রিল।

আরও পড়ুনঃ  গণভবন ছেড়ে পালা'নোর ঘটনা পাঠ্যবইয়ে

দ্বিতীয় ধাপের ঘোষিত তপশিল অনুযায়ী ১৬১ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৩ এপ্রিল। যাচাই-বাছাইয়ে বাদ পড়লে আপিল করা যাবে ২৪-২৬ এপ্রিল পর্যন্ত।

আর আপিল নিষ্পত্তি করা হবে ২৭-২৯ এপ্রিল পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২ মে আর ভোট গ্রহণ করা হবে ২১ মে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ