Friday, September 19, 2025

ইসরায়েলের ধ্বংস নিয়ে মহানবীর (সঃ) ভবিষ্যদ্বাণী

আরও পড়ুন

সিরিয়ার প্রেসিডেন্ট স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের পর দেশটিতে দখলদার ইসরায়েলের লাগাতার হামলার ঘটনায় চরম উদ্বেগ জানিয়েছেন সচেতন মহল। ৪৮ ঘণ্টায় দেশটির বিভিন্ন স্থানে অন্তত ৪৮০টি হামলা চালিয়েছে ইসরায়েল। এতে সিরিয়ার সামরিক সক্ষমতার প্রায় ৭০-৮০ শতাংশই বিধ্বস্ত হয়েছে বলে দাবি করছে স্বয়ং ইসরায়েল।

বাশার আল-আসাদ সরকারের পতনের পর সিরিয়ার সামরিক স্থাপনাগুলোকে অকার্যকর করার পদক্ষেপের অংশ হিসেবে ইসরায়েল এই বর্বরতা চালাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এনিয়ে ব্যাপক উদ্বেগ জানিয়েছেন নেটিজেনরা।

সুযোগ সন্ধানী ইহুদি রাষ্ট্র ইসরায়েল সিরিয়ার দুর্বল সময়ে দেশটির সামরিক-বেসামরিক স্থাপনা ধ্বংস করে দিচ্ছে। দখল করে নিচ্ছে অনেক এলাকা। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্বের মুসলিমরা। তারা বলছেন, অচিরেই ইসরায়েল ধ্বংস হবে, ইনশাআল্লাহ।

আরও পড়ুনঃ  সৌদি আরবে ঈদ বুধবার, আন্তর্জাতিক জ্যোতির্বিদদের গণনা

পবিত্র কোরআনে মহান আল্লাহর ঘোষণা অনুযায়ী ইহুদিদের ধ্বংস অনিবার্য। রাসূলুল্লাহ (সা.)-এর ভবিষ্যদ্বাণীমূলক হাদিসের আলোকে বলা যায়, বর্বর নৃশংস অত্যাচারী ইহুদিরা অবশ্যই ধ্বংস হবে। নবী করিম (সা.) বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না মুসলিমদের সঙ্গে ইহুদিদের যুদ্ধ হবে। মুসলিমরা ইহুদিদের হত্যা করতে থাকবে। তখন তারা (ইহুদিরা) পাথর ও গাছের পেছনে লুকিয়ে আশ্রয় নেবে। তখন পাথর ও গাছ বলবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, এই তো ইহুদি আমার পেছনে লুকিয়ে আছে। এসো, তাকে হত্যা করো। (সহীহ মুসলিম)।

আরও পড়ুনঃ  মদিনায় ৪০ বছর ধরে বিনামূল্যে চা-কফি বিতরণ করা সেই বৃদ্ধ আর নেই

ঈসা ইবনে মারইয়াম (আ.) দ্বিতীয় আকাশে অবস্থান করছেন। কিয়ামতের আগে তিনি আবার পৃথিবীতে আগমন করবেন। তিনি দুজন ফেরেশতার ডানায় ভর করে সিরিয়ার দামেস্ক শহরে শুভ্র মিনারার কাছে নেমে আসবেন। আবার সিরিয়ার বাবে লুদ নামক স্থানে দাজ্জালকে মেরে ফেলবেন।

নাওয়াস ইবন সামআন (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) একবার দাজ্জাল প্রসঙ্গে দীর্ঘ ও বিশদ আলোচনা করেছেন।…এক পর্যায়ে তিনি বলেন, তখন আল্লাহ ঈসা ইবন মারইয়ামকে প্রেরণ করবেন। তিনি দুজন ফেরেশতার কাঁধের ওপর ভর করে ওয়ারস ও জাফরান রংয়ের জোড়া কাপড় পরিহিত অবস্থায় দামেস্ক নগরীর পূর্ব দিকের উজ্জ্বল মিনারে অবতরণ করবেন। যখন তিনি তাঁর মাথা ঝুঁকাবেন তখন ফোঁটা ফোঁটা ঘাম তাঁর শরীর থেকে গড়িয়ে পড়বে।

আরও পড়ুনঃ  দুই হাজার দরিদ্রকে রিকশা দিচ্ছেন “আস-সুন্নাহ ফাউন্ডেশন” শুরু হলো বিতরণ কার্যক্রম

তিনি যেকোনো কাফিরের কাছে যাবেন সে তাঁর শ্বাসের বাতাসে ধ্বংস হয়ে যাবে। তাঁর দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে তাঁর শ্বাসও ততদূর পর্যন্ত পৌঁছবে। তিনি দাজ্জালকে সন্ধান করতে থাকবেন। অবশেষে তাকে (সিরিয়ার) বাবে লুদ নামক স্থানে গিয়ে পাকড়াও করবেন এবং তাকে হত্যা করবেন। (মুসলিম, হাদিস : ২৯৩৭)

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ