Saturday, September 20, 2025

পাঁচ বছর পর দেশে ফিরলেন সাং*বাদিক নাজ*মুস সাকিব

আরও পড়ুন

দীর্ঘ পাঁচ বছর পর দেশে ফিরেছেন সাংবাদিক নাজমুস সাকিব।বৃহস্পতিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

নাজমুস সাকিব নিজেই তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দেশে ফেরার কথা জানান।

দেশে ফেরার ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘স্বাধীন বাংলাদেশে আগমন।’

সাংবাদিক নাজমুস সাকিব আওয়ামী লীগ সরকারের বিতর্কিত নির্বাচন ও নেতাদের নানা দুর্নীতি নিয়ে প্রতিবেদন করার জন্য আলোচিত হন।

তিনি ইংরেজি দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্ট এবং স্যাটেলাইট চ্যানেল আরটিভিতে কাজ করেছেন। তবে তিনি সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেন একজন অনলাইন এক্টিভিস্ট হিসেবে। কানাডা থেকে প্রচারিত নাগরিক টিভির বার্তা প্রধান হিসেবে কাজ করছেন তিনি।

আরও পড়ুনঃ  কঠিন দুঃসময়ের কবলে দেশ: মির্জা ফখরুল

দীর্ঘদিন ধরে বিদেশে বসবাস করা সাংবাদিক নাজমুস সাকিব ২০১৯ সালের পর থেকে আর দেশে ফিরতে পারেননি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ