বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর জন্য বিএনপি রাজনীতি করে না। জনগণের অধিকার আদায়ের রাজনীতি করে।
বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জেটেব আয়োজিত বিএনপি ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা: প্রেক্ষিত টেক্সটাইল সেক্টর’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আজকে যারা বলার চেষ্টা করেন আন্দোলনের মূলমন্ত্র ছিলো ‘এইটা’ ‘ঐটা’, আমরা আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই,বিএনপি ক্ষমতায় যাবার জন্য রাজনীতি করে না। আন্দোলনের মূলমন্ত্র ছিলো জনগণের অধিকার আদায় করা। সেটিই হচ্ছে বিএনপির দাবি। জনগণের অধিকার আদায়ের জন্য বৈষম্যবিরোধী ছাত্র ভাইয়েরা আন্দোলন করেছেন, আমরা তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।
অন্তবর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, রাজনৈতিক দলের পেছনে লাগার দরকার নাই বন্ধুরা, আপনারা আপনাদের ভিতর গাপ্টি মেরে থাকা স্বৈরাচারের দোসরদের পিছনে লাগুন। তাদেরকে প্রশাসন এবং আপনাদের আশপাশ থেকে সরিয়ে দিন। মানুষের আকঙ্খা বুঝার চেষ্টা করুন। মানুষের অধিকার দ্রুততার সঙ্গে ফেরত দেয়ার চেষ্টা করুন, তাহলেই মানুষ আপনাদের সাধুবাদ জানাবে। ইতিহাস আপনাদের ধারণ করবে।
তিনি আরও বলেন, কারো দান বা অবদান কে অস্বীকার করতে পারবেন না। ৩০ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, হাজার হাজার নেতাকর্মী চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে। যিনি শহীদ হয়েছেন, তার কোনো রঙ নেই তিনি শহীদ। যিনি পঙ্গুত্ব বরণ করেছেন তারও কোন রঙ খোঁজার দরকার নেই, তিনি পঙ্গু হয়েছেন দেশের জন্য৷ আজকে ঐক্যের প্রয়োজন। ঐক্যবদ্ধ হলেই দেশ এগিয়ে যাবে।
ভারতের ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক করে দিয়ে তিনি বলেন, পার্শ্ববর্তী দেশের ভাইয়েরা তাদের সোশ্যাল মিডিয়ায় ও কোনো কোনো টেলিভিশনে তাদের ষড়যন্ত্র চালাচ্ছে। তারা কিন্তু থেমে নেই। তারা লাখ লাখ কোটি টাকা পাচার করেছে। দেশের অর্থনীতি পঙ্গু করেছে। আপনাকে, আমাকে বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত করেছে। অস্ত্র লুটপাট করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে লাখ লাখ তাদের দলীয় কর্মী নিয়োগ দিয়ে দলীয় বাহিনীতে রূপান্তরিত করেছিলো।
জেটেব সভাপতি ইঞ্জিনিয়ার মো: ফখরুল আলমের সভাপতিত্বে আলোচনা সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক এ.বি.এম. রুহুল আমীন আকন্দ। এসময় আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, আব্দুস সালাম আজাদসহ জেটেবের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।