Tuesday, September 23, 2025

সব জায়গায় মাতব্বরি করতে যাওয়ার অধি*কার কে দিয়েছে: খালেদ মুহিউদ্দিন

আরও পড়ুন

সম্প্রতি একটি অনলাইন টকশোতে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটওয়ারী কঠোর প্রশ্নের সম্মুখীন হন। সাংবাদিক খালেদ মুহিউদ্দিন সরাসরি প্রশ্ন তুলে বলেন, “ঘরের মধ্যে বসে না থেকে জনগণের কাছে গিয়ে জিজ্ঞেস করেন তারা কী চায়। বিভিন্ন জায়গায় মাতব্বরি না করে জনগণের মতামত নেন। আমরা দেখছি, আপনারা বিভিন্ন জায়গায় সালিশ করছেন, বিচার করছেন। কে দিয়েছে আপনাদের এই অধিকার? সব জায়গায় মাতব্বরি করতে যাওয়ার অধিকার কে দিয়েছে?”

সাংবাদিকের এমন সোজাসাপ্টা প্রশ্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এ নিয়ে নানা মন্তব্য করছেন। কেউ প্রশ্নকে যৌক্তিক বলে মনে করছেন, আবার কেউ জাতীয় নাগরিক কমিটির অবস্থানকে সমর্থন করছেন।

আরও পড়ুনঃ  বিয়ের দাবিতে শাহিনের বাড়িতে একসঙ্গে দুই তরুণীর অনশন

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী সমন্বয়কদের দ্বারা গঠিত জাতীয় নাগরিক কমিটি সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচিত একটি নাম। সংগঠনটি রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ায় রয়েছে বলে জোর আলোচনা চলছে।

তবে গণভ্যুত্থান-পরবর্তী সময়ে কমিটির বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কাজে হস্তক্ষেপ করছে তারা। পাশাপাশি, বিভিন্ন জায়গায় মব-জাস্টিসের মাধ্যমে বিচার-সালিশ পরিচালনা করতেও তাদের দেখা যাচ্ছে।

এসব কর্মকাণ্ড দেশের বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। সমালোচকরা বলছেন, এ ধরনের কার্যকলাপ সংগঠনের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ