ট্রেনের বগির নিচে বিপজ্জনকভাবে লুকিয়ে ২৯০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন এক যুবক। গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ইতারসি থেকে ছাড়া জবালপুর-দানাপুর এক্সপ্রেসে এই আলোড়ন সৃষ্টিকারী ঘটনাটি ঘটে। স্থানীয় সময় শুক্রবার (২৭ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ট্রেনটি জবালপুর স্টেশনের কাছে পৌঁছালে রেলওয়ের কর্মীরা নিয়মিত পর্যবেক্ষণের অংশ হিসেবে বগির নিজের অংশ পরীক্ষা করার সময় দুই চাকার মাঝে এক ব্যক্তিকে গোপনে শুয়ে থাকতে দেখেন। তৎক্ষণাৎ তারা বিষয়টি লোকো মাস্টারকে (ট্রেনের চালক) জানালে ট্রেন থামানো হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক জানান, তার কাছে টিকিট কেনার মতো নগদ অর্থ ছিল না। তাই জীবনের ঝুঁকি নিয়ে, বিপজ্জনক এই উপায়ে গন্তব্যে পৌঁছানোর সিদ্ধান্ত নেন তিনি। রেলওয়ে রক্ষণাবেক্ষণ বাহিনীর (আরপিএফ) পরিদর্শক বলেন, ‘ওই ব্যক্তিকে সম্পূর্ণ সুস্থ বলে মনে হয়নি। তার আচরণ দেখে মনে হয়েছে, তিনি মানসিকভাবে অসুস্থ এবং বিপর্যস্ত।’
তিনি জানান, ওই ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। ক্যারেজ ও ওয়াগন বিভাগের কর্মীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে সয়লাব হওয়ার পর আরপিএফ বিস্তারিত তদন্ত শুরু করেছে।