Monday, September 22, 2025

সেভেন সিস্টার্সকে বাঁচাতেই মুক্তিযুদ্ধে সহা’য়তা করে ভারত: সারজিস

আরও পড়ুন

বাংলাদেশের মানুষের জন‍্য নয়, সেভেন সিস্টারসকে বাঁচাতেই ভারত মুক্তিযুদ্ধে সহায়তা করেছিল বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

শনিবার (৪ জানুয়ারি) চট্টগ্রামে ইসলামী আন্দোলন আয়োজিত ‘ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্যবাদ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এ কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, আওয়ামী লীগের মাধ‍্যমে ভারত দীর্ঘদিন আমাদের ওপর ক্ষমতা প্রয়োগ করেছে। তরুণ প্রজন্মের কাছে দেশটিকে পীরের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে।

এই আধিপত্যবাদকে ভাঙতে হবে। একাত্তরের আগে ও পরে ভারত বাংলাদেশকে কীভাবে ব্যবহার করেছে, তা লেখনীর মাধ্যমে তুলে ধরতে হবে। এ সময় শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত ভুল করেছে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  যে কারণে ১১ বছর পর কবর থেকে তোলা হলো শিবিরকর্মীর মরদেহ

এ সময় আইনজীবী আলিফ হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, এই হত্যাকাণ্ড ফ‍্যাসিস্টের পরিকল্পিত ছিল। তবে চট্টগ্রামের মানুষ ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রকে রুখে দিয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ