সিপিবি’র সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, “পাকিস্তান সেনাবাহিনীর বাংলার মাটিতে তৎপরতা চালানোর অধিকার না থাকলে জামায়াতে ইসলামীরও কোনো অধিকার থাকবে না।”
শুক্রবার (৩ জানুয়ারি) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সিপিবি’র সমাবেশে তিনি এসব বলেন।
তিনি আরও বলেন, “অনেকে এখন ঔদ্ধত্যপূর্ণ কথা বলার চেষ্টা করছেন। জামায়াতে ইসলাম এখন মাঠে নেমেছে।”
তিনি বলেন, “১৯৭১ সালের ১৬ ডিসেম্বর এই মাঠে (সোহরাওয়ার্দী উদ্যান) আত্মসমর্পণের দলিল সই করা হয়েছিল। সেখানে লেখা ছিল, পাকিস্তান সেনাবাহিনী এবং অন্যান্য ‘অক্সিলারি ফোর্সসহ’ নিঃশর্ত আত্মসমর্পণ করিলাম। ‘অক্সিলারি ফোর্স’ বলতে রাজাকার, আলবদর ও অন্যান্য রাজনৈতিক দল। সুতরাং ১৬ ডিসেম্বর এটা নিষ্পত্তি হয়ে গেছে।”
আপনার মতামত লিখুনঃ