Saturday, August 2, 2025

প্রধান উপ*দেষ্টার সঙ্গে জা*মায়াত আমিরের বৈঠক

আরও পড়ুন

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একান্ত বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে এ সাক্ষাৎ করেন।

এ সময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুজনের মধ্যে নির্বাচন, দুর্নীতি ও অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ে সংস্কার ও জাতীয় ঐকমত্য গড়ে তোলার লক্ষ্যে করণীয় নিয়ে আলোচনা হয়েছে।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান।

আরও পড়ুনঃ  মাদকের টাকা না পেয়ে মাকে বেঁধে ঘরে আগুন ছেলের

আরও পড়ুনঃ প্রধান উপদেষ্টার রাজবাড়ী সফর স্থগিত

ঘন কুয়াশা ও বৈরী আবহাওয়ার কারণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের রাজবাড়ী সফর পেছানো হয়েছে। এ কারণে রাজবাড়ীর কালুখালীর সেনাবাহিনীর শীতকালীন মহড়াও (ম্যানুভার অনুশীলন) স্থগিত হয়েছে।

ঐ মহড়ায় প্রধান উপদেষ্টার প্রধান অতিথি হওয়ার কথা ছিল।
বৃহস্পতিবার জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়িয়ার চরে এ মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়িয়ার চর এলাকায় সেনাবাহিনীর শীতকালীন মহড়া হওয়ার কথা ছিল। এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টা ২৫ থেকে ২৯ মিনিটের মধ্যে হেলিকপ্টারযোগে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের আসার কথা ছিল।

আরও পড়ুনঃ  লেক থেকে বুয়েট ও এমআইটি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার,

তিনি জানান, মহড়া দেখার পর মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করতেন তিনি। তবে ঘন কুয়াশা ও বৈরী আবহাওয়ায় কারণে হেলিকপ্টার উড্ডয়নে প্রতিবন্ধকতা দেখা দেওয়ায় মহড়া স্থগিত করা হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ