Friday, March 14, 2025

বিজিবির সঙ্গে কা’স্তে হাতে বসে থাকা কে এই ব্যক্তি

আরও পড়ুন

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সোমবার (৬ জানুয়ারি) থেকে বিজিবি-বিএসএফের মধ্যে উত্তেজনা চলছিল। কয়েক দফায় পতাকা বৈঠকের পর বুধবার ৮ (জানুয়ারি) অনেকটা মুখোমুখি অবস্থান নেয় বিজিবি-বিএসএফ। উত্তেজনা বাড়ে সীমান্তে।

এদিকে দেশের মাটি রক্ষায় বিজিবির সঙ্গে যোগ দেয় ওই এলাকার স্থানীয় বাসিন্দারাও। বেলা ১২ টায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি’র সঙ্গে স্থানীয়দের একজনকে কাস্তে হাতে বসে থাকতে দেখা যায় । তার দৃষ্টি ছিল সীমান্তের দিকে। বিএসএফের রক্তচক্ষু উপেক্ষা করে কাস্তে হাতে ওই ব্যক্তির অবস্থান ঠিক যেন বাঁশের কেল্লার তিতুমীরের মতোই।

মুহূর্তেই ওই ব্যক্তির দেশ প্রেমের চিত্র গণমাধ্যমে প্রচারিত হলে তা ভাইরাল হয়ে যায়। উপদেষ্টা আফিস মাহমুদসহ দেশ ও বিদেশের অনেকেই ছবিটি শেয়ার করে প্রশংসায় ভাসিয়েছেন ওই ব্যক্তিকে।

আরও পড়ুনঃ  গভীর নিম্নচাপটি কক্সবাজার থেকে ৬৫০ কিমি দূরে, সাগর উত্তাল

এই ঘটনার পর ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করে বার্তা২৪.কম। কাস্তে হাতে বসে থাকা ওই ব্যক্তির নাম মো. বাবলু হক(৩৫)। পেশায় একজন কৃষক। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জ গ্রামের বাসিন্দা তিনি।

বার্তা২৪.কমের সঙ্গে আলাপকালে তিনি জানান, সীমান্ত থেকে তার বাড়ি প্রায় ৩০০ গজ দূরে। কয়েকদিন থেকেই বিজিবি বিএসএফ এর সঙ্গে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে ঝামেলা চলছিল। এসব চোখের সামনে দেখায় আর থাকতে পারেন নি তিনি।

মো. বাবলু হক বলেন, বুধবার সকালে বিএসএফ ক্যাম (ক্যাম্প) বসায় প্রস্তুত নিলে, তখন আমরাও মইচ্চা (পরিখা) খুইরা অবস্থান নিলাম। হামা ১০-১৫ জন সাধারণ লোক গিয়ে খাল খুড়লাম। পেছনে কয়েকটা গ্রামের হাজারখানেক লোক ছিল। সকালে মইচ্চা (পরিখা) খুইড়া সারাদিন ওইহানে(ওখানে) বইসা ছিলাম। সকালে কাস্তে নিয়াই মাঠে কাজে গেছিলাম। তাই ওইডা নিয়াই ওখানে বইসা আছিলাম। কেড়ায় ছবি তুলতে কইতে পারি না।

আরও পড়ুনঃ  পালাব কীভাবে, আজও ডিএমপি গিয়েছি : হারুন

তিনি আরও জানান, সকালের দিকে বিজিবির দাঁড়াইলে আশেপাশের গ্রামগুলোতে খবর দেয়া হয়। মুহূর্তেই জড়ো হন হাজারো মানুষ। মাঠে উপস্থিত কৃষকেরা লেগে পড়েন সেমি বাংকার খননে। এরপর দফায় দফায় বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক হওয়ার পর বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ করে দেয়।

পেশায় কৃষক মো. বাবলু হক (৩৫) দাম্পত্য জীবনে ৪ সন্তানের জনক। ১ মেয়ে, ৩ ছেলে ও স্ত্রীকে নিয়ে তার বসবাস।

উল্লেখ্য, গত সোমবার সীমান্তের ভারতীয় অংশে নোম্যানস ল্যান্ডের ১০০ গজ অভ্যন্তরে অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত আইন অমান্য করে আলোচনা ছাড়াই মাটি খনন ও কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে বিএসএফ। এ নিয়ে প্রতিবাদ জানায় এবং বাধা দেয় বিজিবি। সীমান্তে দেখা দেয় উত্তেজনা। একপর্যায়ে সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন করে উভয় বাহিনী এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিএসএফের অবৈধ কর্মকাণ্ডকে প্রতিহত করতে বিজিবির সঙ্গে অবস্থান নেয় স্থানীয়রা। একইভাবে ভারতীয় নাগরিকদেরও বিএসএফের সঙ্গে অবস্থান নিতে দেখা যায়।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম আদালতে ইসকনের হামলা, রাষ্ট্রপক্ষের আইনজীবী নিহত

বুধবার দুপুরে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে বিজিবির সঙ্গে তৃতীয় দফা পতাকা বৈঠকে এ সম্মতি জানায় বিএসএফ। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ