Monday, September 22, 2025

বাংলাদেশের দূতকে পাল্টা তলবের যে ব্যাখ্যা দিলো দি*ল্লি

আরও পড়ুন

সীমান্তে উত্তেজনা নিয়ে ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করার ২৪ ঘণ্টার মধ্যে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মো. নুরাল ইসলামকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে সাউথ ব্লকে বাংলাদেশের দূতকে তলবের ব্যাখ্যা দিয়েছে নয়াদিল্লি।

ব্যাখ্যায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে জানানো হয়, বেড়াসহ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে ভারত দুই সরকারের মধ্যে এবং বর্ডার সিকিউরিটি ফোর্স এবং বর্ডার গার্ড বাংলাদেশের মধ্যে সব প্রটোকল এবং চুক্তি মেনে চলেছে।

আরও পড়ুনঃ  হঠাৎ আইন মন্ত্রণালয়ের জরুরি সতর্কবার্তা

ভারত আন্তঃসীমান্ত অপরাধমূলক কার্যকলাপ, চোরাচালান, অপরাধীদের চলাচল এবং পাচারের চ্যালেঞ্জগুলোকে কার্যকরভাবে মোকাবিলা করে অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। সে অনুযায়ী কাঁটাতারের বেড়া, সীমান্ত আলো, প্রযুক্তিগত ডিভাইস এবং গবাদি পশুর বেড়া সীমান্ত সুরক্ষিত করার ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভারত প্রত্যাশা করে বাংলাদেশের দ্বারা আগের সব সমঝোতা বাস্তবায়িত ও আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলায় একটি সহযোগিতামূলক পদক্ষেপ থাকবে।

এনআই/এমএ

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ