Monday, September 22, 2025

জামায়াতের সভাপতি হলেন আওয়ামী লীগ নেতা

আরও পড়ুন

কুমিল্লার তিতাস উপজেলায় আবু হানিফ নামের এক ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে ওই ওয়ার্ডের জামায়াতের সভাপতি নির্বাচিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে ওই নেতার জামায়াতের ওয়ার্ড সভাপতি হওয়ার খবরটি ছড়িয়ে পড়ে।

জানা গেছে, শনিবার (১৮ জানুয়ারি) ওই ওয়ার্ডের জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনের জন্য ছাপানো পোস্টারে আবু হানিফের নাম এবং জামায়াতের পদবি লেখা থাকায় বিষয়টি জানাজানি হয়।

স্থানীয়রা জানান, আবু হানিফ তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। শেখ হাসিনা সরকারের আমলে তিনি ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। গত ১৫ বছর তিতাস উপজেলার নয়টি ইউনিয়নে জামায়াতে ইসলামীর কোনো ওয়ার্ড কমিটি ছিল না।

আরও পড়ুনঃ  একাত্তরে বিজয় আসলেও চব্বিশের গণ*অভ্যুত্থানে স্বাধী*নতা পূর্ণ*তা পেয়েছে : নাহিদ

ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর জামায়াত উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডগুলোতে কমিটি গঠন করা শুরু করে। গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর তাকে জামায়াতে ইসলামীর সভাপতি করা হয়।

জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কথা উল্লেখ করে ইউপি সদস্য আবু হানিফ বলেন, ‘নির্বাচনী এলাকায় উন্নয়ন কাজের জন্য আওয়ামী লীগের সঙ্গে জড়িয়েছি। দলটির সাংগঠনিক নেতারা পলাতক থাকায় পদত্যাগপত্র জমা দিতে পারিনি। তবে সেটা শিগগিরই দেব। এখন আমি জামায়াতে ইসলামী ওয়ার্ড সভাপতি নির্বাচিত হয়েছি।’

আরও পড়ুনঃ  ঈদের আগেই বিএনপির কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল

এ বিষয়ে তিতাস উপজেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ বলেন, ‘যৌক্তিক কারণেই আবু হানিফকে জামায়াতের ওয়ার্ড সভাপতি করা হয়েছে।’

কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মতিন বলেন, ‘আবু হানিফ মেম্বার হওয়ার ১০ বছর আগে জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ইউপি সদস্য হওয়ার পর জোর করে তাকে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বানানো হয়েছে। মূলত তিনি আমাদের সক্রিয় কর্মী ছিলেন।’

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ