রাজনৈতিক হরেকরকম বাণিজ্য আর নিজস্ব বলয় তৈরির মানসিকতা অধিকাংশের চরিত্রেই দৃশ্যমান বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। রাজনীতিতে হতাশা ও আশার কথা জানিয়েছেন তিনি।
ফ্যাসিস্ট শেখ হাসিনার চিন্তা ও কর্মের সঙ্গে বর্তমান রাজনীতিবীদদের কোথাও মিলে গেলে সেই রাজনীতি বেশি দূর যাবে না বলেও মন্তব্য করেছেন শিবির সভাপতি।
মঙ্গলবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এসব কথা বলেন জাহিদুল ইসলাম।
স্ট্যাটাসে তিনি ৫ আগস্টের পরবর্তী রাজনৈতিক সংস্কৃতি, জাতীয় নেতৃত্বের ভূমিকা ও ভবিষ্যৎ রাজনীতির গতি-প্রকৃতি নিয়ে মন্তব্য করেছেন।
৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক সংস্কৃতিতে অনেক পরিবর্তন হওয়ার কথা ছিল। এক্ষেত্রে জাতীয় নেতৃত্বের মাঝে সবচেয়ে বেশি প্রেকটিস হওয়ার কথা ছিল পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও উদারতার। কিন্তু বাস্তবতা অনেকটাই বিপরীতমুখী।