Saturday, March 15, 2025

অবশেষে র‌্যাবের হাতে ধরা রাজু

আরও পড়ুন

কুড়িগ্রামের রৌমারীতে পুলিশকে কামড় দিয়ে হাতকড়াসহ পলাতক আসামি শাহনেওয়াজ আবির রাজুকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ২টার দিকে অবশেষে ৯ দিন পর ঢাকা দক্ষিণখান থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৫ মার্চ) সকালে তাকে রৌমারী থানায় নেয়া হয়।

শাহনেওয়াজ আবির রাজু (৩০) উপজেলার জাদুরচর ইউনিয়নের কাশিয়াবাড়ি এলাকার আলী আজগরের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানার ওসি মো. লৎফর রহমান।

ওসি লৎফর রহমান জানান, মঙ্গলবার দুপুরে ঢাকা দক্ষিণখান থানা এলাকায় অভিযান চালায় র‌্যাব-১। তাদের সহায়তায় তথ্যপ্রযুক্তির মাধ্যমে পলাতক আসামি রাজুকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  মুসলিম দেশটিতে নিষিদ্ধ হলো হিজাব, ঈদ উদ্‌যাপনে বাধা

তিনি আরও জানান, রাজুর বিরুদ্ধে ধর্ষণ, মাদক ও পুলিশ সদস্যকে আহত করার মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসা শেষে তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হবে।

উল্লেখ্য, আসামি শাহনেওয়াজ আবির রাজুর বিরুদ্ধে গত ১৭ ফেব্রুয়ারি স্থানীয় এক প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার পর গ্রামবাসীর তোপের মুখে অভিযুক্ত রাজু পরিবারসহ তার নিজ এলাকা ছেড়ে ধনারচর চরেরগ্রাম এলাকায় তার খালা ও সাবেক মহিলা ইউপি সদস্য শিরিনা আক্তারের বাড়িতে আশ্রয় নেয়।

আরও পড়ুনঃ  চরমোনাই পীরের নতুন কর্মসূচি ঘোষণা

পরে পুলিশে অভিযোগ দেন ভুক্তভোগী স্কুলশিক্ষার্থীর পরিবার। ধর্ষণ, মাদক ব্যবসা ও অস্ত্র প্রদর্শন করে স্থানীয়দের ভীতি প্রদর্শনের অভিযোগে রাজুকে গ্রেপ্তার করতে সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে এসআই আউয়াল হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি দল সাবেক মহিলা ইউপি সদস্য শিরিনা আক্তারের বাড়িতে অভিযানে যায়। তল্লাশি চালিয়ে কয়েক পিস ইয়াবাসহ রাজুকে আটক করে হাতকড়া পড়ায় পুলিশ।

এ সময় রাজু ও তার মা এবং খালাতো বোন (শিরিনার মেয়ে) পুলিশের ওপর হামলা করে। এসআই আউয়ালের হাতে কামড় দেয় ও তার অণ্ডকোষে আঘাত করে। সুযোগ পেয়ে হাতকড়াসহ পালিয়ে যায় রাজু। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে এসআই আউয়ালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার জাদুরচর ইউনিয়নের ধনারচর চরেরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ