দেশজুড়ে আশংকাজনকহারে ধর্ষণ বেড়ে যাওয়া ও দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে শাহবাগ ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। আগামীকাল মঙ্গলবার (১১ মার্চ) এ কর্মসূচি পালন করা হবে। এতে রাজধানীর ২৬টি কলেজের শিক্ষার্থীরা অংশ নেবেন।
শিক্ষার্থীরা জানিয়েছেন, ‘কন্ঠে আবার লাগা জোর, ধর্ষকদের কবর খোড়’ স্লোগানে ব্লকেড কর্মসূচি পালন করবেন। দেশজুড়ে আশংকাজনক হারে ধর্ষণ বেড়ে যাওয়া ও দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে শাহবাগে পালিত হবে সকাল-সন্ধ্যা ব্লকেড কর্মসূচি।
ইতোমধ্যে তারা এ কর্মসূচি পালনে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার শুরু করেছেন। এ নিয়ে পোস্টার বানিয়েও প্রচার করা হচ্ছে। তারাসহ সারা দেশের ধর্ষকদের শাস্তির দাবিতে ঐক্যবদ্ধ ছাত্র-জনতা এতে অংশ নেবেন বলে জানানো হয়েছে।
যে ২৬ কলেজের শিক্ষার্থীরা থাকছে কর্মসূচিতে-
১.ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ।
২. বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ।
৩. বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ।
৪. ঢাকা সিটি কলেজ।
৫. ধানমন্ডি আইডিয়াল কলেজ।
৭. ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ।
৮. নটরডেম কলেজ।
৯. আদমজী ক্যান্টনমেন্ট কলেজ।
১০. সরকারি বিজ্ঞান কলেজ।
১১. সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ।
১২. লালবাগ মডেল কলেজ।
১৩. উইলস্ লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ।
১৪. জলসিটি ক্যান্টনমেন্ট কলেজ।
১৫. আজিমপুর গর্ভনমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ।
১৬. ঢাকা ইম্পেরিয়াল কলেজ।
১৭. সরকারি বদরুন্নেসা কলেজ।
১৮. ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ।
১৯. সবুজবাগ সরকারি কলেজ।
২০. মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ।
২১. হামদর্দ কলেজ।
২২. মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।
২৩. নৌবাহিনী কলেজ।
২৪. সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ।
২৫. বিএএফ শাহীন ঢাকা।
২৬. বদরুন্নেসা কলেজ।