Wednesday, March 12, 2025

ছেলের গ্রেপ্তারের খবর শুনে বাবার মৃত্যু

আরও পড়ুন

নাশকতা মামলায় রেজাউল করিম নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছেলের গ্রেপ্তারের খবর শুনে বাবা উজ্জ্বল বিশ্বাস হার্ট অ্যাটাকে মারা যান। গ্রেপ্তার হওয়া রেজাউল করিম নওগাঁর নিয়ামতপুরের রসুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।

সোমবার (১০ মার্চ) ভোর রাতে নিজ বাড়িতে তিনি মারা যান। এর আগে গত ২১ ফেব্রুয়ারি বিকেলে নিজ বাড়ি থেকে রেজাউল করিমকে পুলিশ আটক করে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিয়ামতপুর থানায় নাশকতা মামলায় গ্রেপ্তার করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। বাবার মৃত্যুর ঘটনায় প্যারোলে মুক্তি পেয়ে জানাজায় অংশ নিয়েছেন রেজাউল করিম।

আরও পড়ুনঃ  ভ্যানে তোলার সময় আ. লীগ নেতার ওপর ডিম-জুতা-ঝাড়ু নিক্ষেপ

নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান বলেন, বাবার মৃত্যুর ঘটনায় প্যারোলে মুক্তি পেয়ে জানাজায় অংশ নেন রেজাউল করিম। জানাজার পর আবারও তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ