Wednesday, March 12, 2025

ওয়ান টু থ্রি ফোর, শাহবাগ নো মোর

আরও পড়ুন

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে বাম ছাত্রসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। এর প্রতিবাদ এবং ছাত্র ইউনিয়ন নেত্রী ও গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক লাকী আক্তারসহ ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাত ১টায় এই বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের হল পাড়া থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে এসে শেষ হয়। এসময় ২৪ ঘণ্টার মধ্যে লাকীকে গ্রেপ্তারের দাবি জানায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

আরও পড়ুনঃ  এমপি আনার হত্যার সময় ফ্ল্যাটে ছিলেন শিলাস্তিও, আসামিদের লোমহর্ষক বর্ণনা

এসময় শিক্ষার্থীরা ‘ওয়ান টু থ্রি ফোর, শাহবাগ নো মোর, ল তে লাকি, তুই হাসিনা তুই হাসিনা, আমার ভাই কবরে, লাকি কেন বাহিরে, আমার সোনার বাংলায় শাহবাগের ঠাঁই নাই, শাহবাগ না জাস্টিস, জাস্টিস জাস্টিস, সারা বাংলায় খবর দে, শাহবাগের কবর দে, শাহবাগী হামলা করে, ইন্টেরিম কই করে’- ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবি জুবায়ের বলেন, ২৪-এর বাংলায় শাহবাগের ঠাঁই নাই। ২০১৩ সালে গণজাগরণ মঞ্চ তৈরি করে যারা হত্যাকাণ্ড চালিয়েছিল তারা আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করছে। আমাদের পুলিশ ভাইদের ওপর হামলা করেছে। আমরা বেঁচে থাকতে এই বাংলাদেশে শাহবাগীদের স্থান হবে না।

আরও পড়ুনঃ  হিতে বিপরীত ইসরায়েলের হামলা, পরমাণু বোমাতেই এবার চূড়ান্ত সমাধান দেখছে ইরান

তিনি বলেন, আমাদের আইনশৃঙ্খলাবাহিনী অনেক শান্তিপূর্ণভাবে তাদের দায়িত্ব পালন করেছে। কিন্তু কুখ্যাত শাহবাগীরা তাদের ওপর হামলা করেছে। এই বাংলাদেশে আমরা কোনোদিন শাহবাগীদের পুনরুত্থান মেনে নেব না। আমরা ছাত্রসমাজ, আমাদের দেহে একবিন্দু রক্ত থাকা পর্যন্ত তাদের উদ্দেশ্য সফল হতে দেব না।

বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, শাহবাগীরা দেখো আমরা লুঙ্গি পড়ে চলে আসছি। আপনারা দেশের আইন-শৃঙ্খলাকে বিনষ্ট করার জন্য আজকে পুলিশের ওপর হামলা করেছেন। অতি দ্রুত লাকিসহ সবাইকে গ্রেপ্তার করতে হবে।

আরও পড়ুনঃ  মা*র্চের আগেই শেখ হা*সিনা বাংলাদেশে ফিরবেন : নাদে

উপদেষ্টাদের উদ্দেশে তিনি বলেন, হাসিনা থেকে শিক্ষা নেন। না হলে আর একটি গণঅভ্যুত্থান দেখতে পাবেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ