Wednesday, September 17, 2025

দেশজুড়ে চলছে বিশেষ অভিযান, দুইদিনেই গ্রেপ্তার ২৬১৩

আরও পড়ুন

গত দুইদিনে সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ১৬৪৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৯৬৭ জন।

শুক্রবার (৩০ মে) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, গত দুইদিনে সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১৬৪৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন আরও ৯৬৭ জন। মোট গ্রেপ্তার করা হয়েছে ২৬১৩ জনকে।

আরও পড়ুনঃ  আইন*জীবী আলিফ হ*ত্যা: তদন্ত কমিটি থেকে অব্যা*হতি চেয়েছেন সব সদস্য

এ সময় অভিযানিক কার্যক্রমে একটি বিদেশি রিভলবার, একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, একটি দেশীয় রিভলবার, দুটি ওয়ান শুটারগান, সাতটি কার্তুজ, দুটি চাপাতি, সাতটি রামদা, একটি দা এবং পাঁচটি এলজি, তিনটি ছুরি ও একটি সুইচ গিয়ার উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, বিশেষ অভিযান চলমান থাকবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ