Monday, August 4, 2025

ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১০০

আরও পড়ুন

নাইজেরিয়ায় টানা ভারি বৃষ্টিপাত ও একটি বাঁধ ধসের ফলে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ১১৭ জনের মৃত্যু হয়েছে। দেশটির জরুরি সেবা বিভাগের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ অনেকেই এখনো নিখোঁজ।

বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নাইজার রাজ্যের মোকওয়া এলাকা। সেখানে হাজার হাজার ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে। নাইজেরিয়ার জরুরি পরিষেবা সংস্থার মুখপাত্র ইব্রাহিম হুসেইনি এক বিবৃতিতে বলেন, আমরা এখন পর্যন্ত ১১৭টি মৃতদেহ উদ্ধার করেছি। আরও অনেক লোক নিখোঁজ রয়েছে। তারা নদীতে ভেসে গেছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  নতুন প্রকল্প বের করার তাগাদা দিতেন হাসিনার পরিবার: সালমান এফ রহমান

বুধবার রাতে ভারি বৃষ্টির কারণে একটি বাঁধ ধসে গেলে হঠাৎ বন্যার সৃষ্টি হয়। এতে পুরো পাড়া-মহল্লা ডুবিয়ে যায়।

নাইজেরিয়ায় সাধারণত মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকালে বন্যা ঘটে। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে এসব প্রাকৃতিক দুর্যোগ আরও ভয়াবহ আকার নিচ্ছে। অপরিকল্পিত নগরায়ন, দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থা ও বন্যাপ্রবণ এলাকায় নির্মাণ কাজ পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে।

গত বছরও নাইজেরিয়ায় কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা হয়েছিল। সেসময় ১ হাজার ২০০ জনের বেশি প্রাণ হারায় এবং ৩১টি রাজ্যে ১২ লাখের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়ে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ