Thursday, September 18, 2025

কাটা মাথা হাতে থানায় হাজির! ভাবিকে নৃশংস খু*ন করল দেবর

আরও পড়ুন

এক হাতে চপার, আরেক হাতে সদ্য কাটা নারীর মাথা! চোখেমুখে কোনো ভয় বা অনুশোচনার চিহ্ন নেই। সোজা থানার দিকে হাঁটছেন এক যুবক। এমন হৃদয়বিদারক ও হাড়হিম করা দৃশ্যের সাক্ষী হল পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার ভরতগড় এলাকা।

শনিবার (৩১ মে) সকালে এই লোমহর্ষক ঘটনাটি ঘটে।স্থানীয়রা জানান, এলাকাজুড়ে আতঙ্ক ছড়ায় মুহূর্তেই। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবকের নাম বিমল মণ্ডল। নিহত নারী সতী মণ্ডল সম্পর্কে তার ভাবি। স্থানীয় এক মাঠে কথাকাটাকাটির জেরে হঠাৎ করেই বিমল চপার দিয়ে সতীকে কুপিয়ে শরীর থেকে মাথা আলাদা করে ফেলে। এরপর মাথাটি হাতে নিয়ে ধীরপায়ে হাঁটতে শুরু করে থানার দিকে।

আরও পড়ুনঃ  ড. মাসুদের অনু*রোধে পটুয়াখালীর মাহফিলে থাকবেন ড. আজহারী

বাসন্তী থানার পুলিশ জানিয়েছে, বিমল থানায় পৌঁছে নিজেই আত্মসমর্পণ করে। সঙ্গে ছিল কাটা মাথা ও খুনে ব্যবহৃত চপার। পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে গ্রেপ্তার করে এবং আলামত হিসেবে মাথা ও অস্ত্রটি জব্দ করে।

ভিডিও ফুটেজে দেখা গেছে, বিমল একেবারেই ভাবলেশহীনভাবে হাঁটছে। পথচারীরা তাকে দেখে আতঙ্কে দূরে সরে যান। পুরো এলাকা যেন স্তব্ধ হয়ে যায় ওই দৃশ্য দেখে।

স্থানীয়দের দাবি, বেশ কয়েকদিন ধরেই পারিবারিক কলহ চলছিল। তারই পরিণতি এই নারকীয় হত্যাকাণ্ড। তবে বিবাদের প্রকৃত কারণ কী, তা এখনও নিশ্চিত নয়।

আরও পড়ুনঃ  প্রত্যেকটা রাজ*নৈতিক দল সম্ভাব্য ফ্যাসিস্ট: উপ*দেষ্টা শারমীন মুরশিদ

পুলিশ জানিয়েছে, বিমলকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কীভাবে এই বর্বর ঘটনার সূত্রপাত, তা জানতে তদন্ত চলছে।

এই ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। মানুষ দিশেহারা কেন এমন খুন, কেমন মন মানসিকতা হলে এমন কাজ সম্ভব!

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ