Monday, September 22, 2025

সেনানিবাসে সেনা সদস্যের ঝুলন্ত লাশ সম্পর্কে যা জানা গেল

আরও পড়ুন

গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে কর্মরত সৈনিক এস এম সৌরভ হোসেন (৩০) ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। ওই সেনানিবাসের নির্মাণাধীন ভবনের পাইপের সঙ্গে গামছা ও গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। নিহত সৈনিক ১১ এমপি ইউনিটের সদস্য ছিলেন।

রোববার (১ জুন) দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। গাজীপুরের জয়দেবপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  বিডিআর বিদ্রোহের দিন শেখ হাসিনার সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন মইন

নিহত সৌরভ হোসেন ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ গ্রামের উজির আলী মোল্লার ছেলে। তার পরিবারে স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রয়েছে।

জয়দেবপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, রোববার (১ জুন) ভোর ৫টার দিকে রাজেন্দ্রপুর সেনানিবাসের ৯০২ সেন্ট্রাল ওয়ার্কশপের সৈনিক লাইনের নির্মাণাধীন ভবনের পাইপের সঙ্গে গামছা এবং গলায় রশি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। আত্মহত্যা করার সময় তার পড়নে ইউনিফর্ম এবং পায়ে বুট পড়া অবস্থায় ছিল। ঘটনার কয়েক ঘণ্টা আগে তার সহকর্মী ল্যান্স কর্পোরাল ইয়াসির আরাফাতের মুঠোফোন থেকে গোপনে ১৪ হাজার টাকা তার নিজের মুঠোফোন ট্রান্সফার করেন। ধরা পড়ার পর ইউনিট কর্তৃপক্ষ তাকে নজরবন্দি করে।

আরও পড়ুনঃ  কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি: মির্জা ফখরুল

পরে প্রহরীর পাহারায় ওয়াশরুমে যাওয়ার সুযোগে পাশের নির্মাণাধীন ভবনে গিয়ে সে আত্মহত্যা করে। সেনা সদস্যের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কি কারণে ওই সেনা সদস্য আত্মহত্যা করেছে তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না তিনি জানান।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ