Friday, August 1, 2025

নিখোঁজ পুলিশ সদস্যের মরদেহ উদ্ধারের পর বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

আরও পড়ুন

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় সাইফুল ইসলাম (২৫) নামের এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে চানন্দী ইউনিয়নের দরবেশ বাজারসংলগ্ন মেঘনা নদী থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

হাতিয়া থানার ওসি এ কে এম আজমল হুদা এসব তথ্য জানিয়েছেন। নিহত পুলিশ সদস্য সাইফুল ইসলাম লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। এ নিয়ে ট্রলারডুবির ঘটনায় তিনজনের মৃত্যু হলো। গত রোববার লক্ষ্মীপুরের রামগতি উপকূলে মেঘনা নদী থেকে নিখোঁজ রোহিঙ্গা নারী হাছিনা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছিল। তবে তাঁর সঙ্গে থাকা শিশু তামিমের (৩) খোঁজ মেলেনি।

আরও পড়ুনঃ  সিলেটে জামিন নেওয়া মানিককে ঢাকায় এনে ফের গ্রেপ্তার

গত শনিবার বিকেলে চানন্দী ইউনিয়নের করিমবাজার ঘাটের কাছে মেঘনার ডুবোচরের সঙ্গে ধাক্কা লেগে পণ্যবাহী ট্রলার ডুবে যায়। ট্রলারটি শনিবার সকালে চেয়ারম্যানঘাট থেকে পণ্য নিয়ে ভাসানচর গিয়েছিল। দুপুরে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ট্রলারে থাকা ৩৯ যাত্রী নদীতে পড়ে যান। পরে অন্য ট্রলারের সহায়তায় সন্ধ্যা পর্যন্ত একজন মৃতসহ ৩৬ জনকে উদ্ধার করা হয়। বাকি তিনজন নিখোঁজ ছিলেন। তাদের মধ্যে রবি ও সোমবার দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ