Saturday, August 2, 2025

অবশেষে স্বস্তির খবর দিলেন উপদেষ্টা আসিফ

আরও পড়ুন

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া বলেন, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) বাংলাদেশ বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৩৫০ কোটি মার্কিন ডলার, যা আগের পুরো অর্থবছরের মোট পরিশোধের পরিমাণকেও ছাড়িয়ে গেছে।

আজ ৩০ মে (শুক্রবার) নিজের ভেরিফাইড ফেসবুক পেজের একটি পোস্টে আসিফ মাহমুদ
এই তথ্য জানান।

তিনি আরও বলেন, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে ঋণ পরিশোধের পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় ২৪ দশমিক ৭৩ শতাংশ বেড়েছে। এই সময়ের মধ্যে বাংলাদেশ আসল বাবদ পরিশোধ করেছে প্রায় ২০২ কোটি ডলার, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১৬৬ কোটি ডলার— অর্থাৎ ৩২ দশমিক ৮৬ শতাংশ বেশি।

আপনার মতামত লিখুনঃ
আরও পড়ুনঃ  নারী কর্মীকে কুপ্রস্তাব এনসিপি নেতার, অডিও ফাঁস

সর্বশেষ সংবাদ