Saturday, August 2, 2025

ইরানে হামলার পর যে বার্তা দিলো সৌদি আরব

আরও পড়ুন

ইরানে বেশ কয়েকটি পারমাণবিক ও সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রাতভর চালানো এই হামলায় দেশটির একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তাসহ ৬ জন পরমাণুবিজ্ঞানী নিহতের খবর পাওয়া গেছে।

এমন অবস্থায় ভয়াবহ ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। একইসঙ্গে ইসরায়েলি হামলাকে আন্তর্জাতিক আইন ও রীতিনীতির স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে দেশটি।

শুক্রবার (১৩ জুন) এক বিৃবতিতে এই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়। সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, সৌদি আরব এই জঘন্য হামলার নিন্দা জানায়। এটি নিশ্চিত যে এই আগ্রাসন অবিলম্বে বন্ধ করার বড় দায়িত্ব রয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় এবং নিরাপত্তা পরিষদের।

আরও পড়ুনঃ  বিএম কলেজ ছাত্রীকে থাপ্পড় মেডিকেল আয়ার

এদিকে হামলার পরপরই ইসরায়েলের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেন, ইসরায়েলকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। এমনকি ইসরায়েলের জন্য করুণ ও যন্ত্রণাময় পরিণতি অপেক্ষা করছে বলেও মন্তব্য করেন তিনি।

এরপর ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরান। তেহরানসহ বেশ কিছু স্থানে পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েলের বিমান হামলার পর শতাধিক ড্রোন নিক্ষেপের মাধ্যমে ইরান এই হামলা শুরু করেছে বলে জানিয়েছে তেল আবিব।

আরও পড়ুনঃ  মোদির শপথের সময় রাষ্ট্রপতি ভবনে ‘রহস্যময়’ প্রাণী

হামলা ও পাল্টা হামলার এই উত্তেজনার মধ্যেই ইসরায়েলে জারি করা হয়েছে জরুরি অবস্থা। এছাড়া ইরানের আরও হামলার শঙ্কায় ইসরায়েলি নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশও দেয়া হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ