Saturday, August 9, 2025

বাসায় বসে ৭১ দিনেই হাফেজ হলেন ৯ বছরের নাফিস

আরও পড়ুন

মাত্র ৭১ দিনেই পবিত্র কোরআন শরীফ সম্পূর্ণ মুখস্থ করে ফেলেছে আবীর ইসলাম নাফিস নামের ৯ বছরের এক শিশু। হয়েছেন হাফেজ।

সাধারণ শিক্ষার্থীদের যেখানে কোরআন মুখস্থ করতে ৩ থেকে ৪ বছর লেগে যায়, সেখানে মাত্র ৭১ দিনেই হাফেজ হওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন শিক্ষক, সহপাঠী ও স্থানীয়রা। শুধু আরবি নয়, ইংরেজি গণিতেও পটু নাফিস। বিভিন্ন সময় নূরানী বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তিও পেয়েছে এই শিশুটি।

টাঙ্গাইলের গোপালপুরের নগদা শিমলা ইউনিয়নের উত্তর বিলডগা গ্রামের বাসিন্দা মো. নজরুল ইসলাম ও নাসিমা আক্তার দম্পতির সন্তান নাফিস। শিশুকাল থেকেই পবিত্র কোরআন পড়া ও শোনার প্রতি প্রবল আগ্রহ ছিল তার।

আরও পড়ুনঃ  ‘অবন্তিকা কবরে, তাকে ছাড়া কিসের ঈদ’

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৩ সালের ডিসেম্বর মাসে জামতৈল দারুল কোরআন মাদ্রাসা থেকে মাত্র ১৬ দিনে নাজেরা সম্পন্ন করে শিশু নাফিস। এরপর শারীরিক নানা অসুস্থতা দেখা দিলে তাকে বাসায় নিয়ে দুজন আরবি শিক্ষকের তত্ত্বাবধানে মাত্র ৭১ দিনেই ত্রিশ পারা পবিত্র কোরআন শরীফ মুখস্থ করে ফেলে নাফিস।

তার বাবা মো. নজরুল ইসলাম স্থানীয় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মা নাসিমা আক্তার একটি কামিল মাদ্রাসার ইংরেজি প্রভাষক। ছেলে হাফেজ হওয়ায় তাদের আশা পূরণ হয়েছে বলে জানান তার বাবা।

আরও পড়ুনঃ  পারিশ্রমিক ছাড়াই ১৮ বছর তারাবি পড়াচ্ছেন ছাত্রলীগ সভাপতি!

নাফিসের শিক্ষক জানান, তার মেধা সবার চাইতে ভিন্ন। খুব সহজেই আয়ত্ত করে ফেলতে পারে সব।

স্থানীয়রা বলছেন, কঠোর অনুশীলন করলে সহজেই যে সাফল্য পাওয়া সম্ভব, তার বড় উদাহরণ শিশু নাফিস। তার মতো শিক্ষার্থী অনুপ্রেরণা হতে পারেন সবার জন্য।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ