Friday, March 14, 2025

সঙ্গীত শিল্পী ও জুনিয়র গিটারিস্ট কুড়িগ্রামের ইয়াকুব রহমান শ্রাবন

আরও পড়ুন

রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার পরিচিতি মুখ ইয়াকুব রহমান শ্রাবন। সবাই তাকে শ্রাবন নামেই চিনে। অল্প বয়সে সঙ্গীত শিল্পী ও জুনিয়র গিটারিস্ট দক্ষতা দেখিয়েছেন। ইয়াকুব রহমান শ্রাবন বলেন, ছোট বেলা থেকেই আমার অনেক বড় সপ্ন ছিলো ভালো একজন গিটারিস্ট হওয়ার।

আমি পিএসসি পরিক্ষা দেওয়ার পর বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত তারকা আইয়ুব বাচ্চু স্যারের এক প্রোগামে গিটার বাজানো দেখার পর থেকে মনযোগ দিয়ে গিটারিস্ট এর কাজ শুরু করি। সেই সাথে সঙ্গীত ও গিটারিস্ট নিয়ে আগ্রহ জাগার পর থেকেই কাজ করতে থাকি । আলহামদুলিল্লাহ এখন আমি একজন সঙ্গীত শিল্পীর পাশাপাশি একজন জুনিয়র গিটারিস্ট নামে পরিচিত। সঙ্গীত শিল্পী ও গিটারিস্ট কাজটা যদিও একটু প্যারা দায়ক কাজ তবুও সঙ্গীত নিয়ে কাজ করার মাঝে রয়েছে এক অন্য রকম আনন্দ।

আরও পড়ুনঃ  পরীমণির ছবি নিয়ে যা বললেন সোহেল তাজ

প্রায় বেশ কয়েকটি বছর থেকেই আমি এগুলো অনুসরণ করে আসতেছি এবং অবসর সময় কাজে লাগিয়ে এখন সফলতার দিক। পড়াশোনার পাশাপাশি সঙ্গীত শিল্পী ও গিটারিস্ট কাজে নিয়মিত। এই কাজে আমি কখনই ক্লান্ত হই না। কাজকে আমি কখনই চাপ হিসেবে নেই না। কাজের মাঝে আনন্দ থাকলে সে কাজে কখনই ক্লান্তি আসে না। শ্রাবন আরো বলেন, কাজের প্রতি আগ্রহ থাকতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং চর্চা করতে হবে। অনেকে মনে করেন, সঙ্গীত শিল্পী ও গিটারিস্ট এগুলো সমাজের জন্য বোঝা।

আরও পড়ুনঃ  প্রেম করে বিয়ের ২ মাসের মাথায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

এটা একদম ভুল ধারণা তাদের। এগুলো করার জন্য সময়, ধৈর্য এমনকি দক্ষতার প্রয়োজন হয়। সেইসঙ্গে কখন কিভাবে কাজ করতে হয় সে সম্পর্কেও জানতে হবে। সব ক্ষেত্রেই শিক্ষার একটা বিষয় আছে। কাজকে ভালোবাসতে হবে। কাজকে যত ভালোবাসা যাবে, মনোযোগী হওয়া যাবে, তত ভালো কাজ শেখা যাবে। আর ভালো করার চেষ্টাই আপনাকে সফলতা এনে দেবে। হার মানা যাবে না,কে কি বলে তা শুনা যাবে না।

পাঁচে লোকে কিছু বলবে এটাই আমাদের সমাজের নীতি। অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় তারকা আয়ুব বাচ্চু স্যারকে এবং নীবৃতা জাবিন কে যাদের জন্য আজকে আমি এতটুকু পথ পার হতে পেরেছি। ইতিমধ্যে একটি গান ইউটিউবে জনপ্রিয়টা অর্জন করেছে।

আরও পড়ুনঃ  ‘ক্ষণিকের আহাজারি শেষে আমরা মেতে উঠব খেলা কিংবা বাদশাহর কনসার্টে’

সুত্রঃ একুশে বার্তা

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ