Monday, August 4, 2025

কলকাতার আকাশে বড় বিপদ, ঘটতে পারে বিমান দুর্ঘটনা

আরও পড়ুন

কলকাতার আকাশে বড় বিপদ তাড়া করছে পাইলটদের, যে কোনো সময় ঘটে যেতে পারে বিমান দুর্ঘটনা। এ নিয়ে একাধিকবার পুলিশের কাছে অভিযোগ করেও কোনো কাজ হয়নি।

এবার কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ রাজ্যের নগরোন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরকে চিঠি দিয়েছে।

কী সেই বিপদ?

জানা গেছে, লেজার আলোয় চোখ ধাঁধিয়ে যাচ্ছে পাইলটদের। বিমানবন্দর এলাকায় নিত্যদিন এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিমানবন্দর কর্তৃপক্ষ লেজার লাইট সমস্যা নিয়ে রাজ্যের পৌর বিষয়ক দপ্তরকে চিঠি দিয়েছে।

আরও পড়ুনঃ  ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১০০, থানায় আগুন

আবেদনে তারা জানায়, বিমানবন্দরের আশপাশের এলাকায় লেজার রশ্মির ব্যবহার যেন পুরোপুরি নিষিদ্ধ করা হয়। শুধু তাই নয়, পুলিশ এবং বিমানবন্দর এলাকার পৌরসভাগুলোর সহযোগিতা কাম্য সেই কথাও বলা হয়েছে।

বিধাননগর পুলিশ কমিশনারেটকেও চিঠি দেওয়া হয়েছে।

এদিকে গত ২৪ ফেব্রুয়ারি বেঙ্গালুরু থেকে কলকাতায় যাওয়া বিমান লেজার রশ্মির ফলে দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল। ২৫ ফেব্রুয়ারির রাতে অল্পের জন্য বেঁচেছিল একটি বিমান। ২৮ ফেব্রুয়ারি আগরতলা থেকে কলকাতায় আসা একটি বিমান লেজার রশ্মির ফলে দুর্ঘটনার কবলে পড়ছিল।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ