Friday, September 19, 2025

ঈদে সকাল থেকে ছেলের কবরের পাশে বসে আছেন গাজার এক মা

আরও পড়ুন

ঈদ মানে খুশি। ঈদ মানে আনন্দ। তবে এ বছরের ঈদুল ফিতরটি ফিলিস্তিনের গাজাবাসীর জন্য একটি শোক ও বেদনার দিন।

ঈদের দিন আনন্দ ও উল্লাসে মেতে থাকার কথা থাকলেও গাজার এক মা বসে আছেন তার ছেলের কবরের পাশে। তার ছেলে ফুয়াদ আবু খামাস রেড ক্রিসেন্টের সদস্য ছিলেন। নিজের কাজ করার সময় দখলদার ইসরায়েলের হামলায় প্রাণ হারান ফুয়াদ।

ছেলের জন্য শোকার্ত মা বলেছেন, “ঈদ দুঃখের… সকাল থেকে আমি আমার ছেলের কবরের পাশে বসে আছি।”

আরও পড়ুনঃ  ধ্বংসস্তূপের মধ্যেই জুম্মার নামাজ আদায় করলো গাজাবাসী

উম আহমেদ নামের অপর এক নারী, যিনি কয়েকদিন আগে বর্বর এ যুদ্ধে তার স্বামীকে হারিয়েছেন, তিনি জানিয়েছেন, এবার ঈদের দিনটিকে আর আর তার ঈদ মনে হচ্ছে না।

তিনি বলেছেন, “যখন আমরা ঘুম থেকে জেগে উঠেছিলাম, আমার স্বামীকে খুবই মিস করেছিলাম। যে এই যুদ্ধে শহীদ হয়েছে।”

“ঈদের কোনো পরিবেশ নেই। শিশুদের জন্য ঈদের কোনো কাপড় নেই। আমরা ঈদের পিঠাও তৈরি করতে পারিনি। এ বছর কোনো ঈদ নেই। আজ আমি দুঃখি।”

আরও পড়ুনঃ  ইসরাইলে ৪৫০ কেজি ওজনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান!

গত বছরের ৭ অক্টোবর দখলদার ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যুদ্ধ শুরু হয়। হামাসকে নির্মূল করার কথা বলে গাজায় স্থল অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। তবে হামাসের সদস্যদের চেয়ে গাজায় সাধারণ মানুষের বেশি মৃত্যু হয়েছে। যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ