Tuesday, August 5, 2025

নেশার টাকা না দেয়ায় মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

আরও পড়ুন

চট্টগ্রামে নেশার টাকা না দেয়ায় মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।

রবিবার (৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে নগরীর পাহাড়তলী থানাথীন ভেলোয়ার দিঘি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম রিনা আক্তার। তার স্বামী বেলাল হোসেন সিএনজিচালিত অটোরিকশা চালক। আর অভিযুক্ত ছেলের নাম ওমর আলী।

প্রত্যক্ষদর্শীরা জানান, রিনা ও বেলাল দম্পতির একমাত্র সন্তান ওমর আলী। সে বেশ কয়েক বছর ধরেই মাদকাসক্ত। ঘটনার দিন রাতেও সে মাদক সেবন করে।

আরও পড়ুনঃ  ওয়াজ মাহফিলের *মঞ্চ দখল করে জামায়াত ও শিবিরের তা*ণ্ডবের দাবি, যা জানা গেল

পরে আবারও মাদক কেনার জন্য বাসায় গিয়ে তার মাকে টাকার জন্য চাপ দিতে থাকে। তবে মাদকের টাকা না দেয়ায় ক্ষুব্ধ হয়ে সে তার মাকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেকে পাঠানো হয়েছে।

ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ