Wednesday, July 30, 2025

ইসরায়েলে ব্যাপক রকেট হামলা হিজবুল্লাহর

আরও পড়ুন

হিজবুল্লাহর হামলায় কাঁপলো ইসরায়েলের উত্তরাঞ্চল। বৃহস্পতিবার (১৩ জুন) সন্ধ্যায় একক হামলায় ত্রিশটি ড্রোন ও ১০০টিরও বেশি রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। এ তথ্য দিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

হিজবুল্লাহর দাবি, এর আগে কখনও ইসরায়েলের ভুখণ্ডে একসাথে এতো ড্রোন-রকেট ছোড়েনি তারা। ইসরায়েলের একটি সেনা কমান্ড, গোয়েন্দা কার্যালয় ও মিলিটারি ব্যারাকে চালানো হয় এই হামলা।

ইসরায়েল বলছে, ৪০টি রকেট ও সাতটি ড্রোন সীমান্ত অতিক্রম করেছে। হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলের কয়েকটি স্থানে ছড়িয়ে পড়েছে আগুন। যা নেভাতে হিমশিম খেতে হচ্ছে দেশটিকে।

আরও পড়ুনঃ  নূর ভাই আমাদের দলে আসতে চায় : হান্নান মাসউদ

গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই উত্তপ্ত ইসরায়েল-লেবানন সীমান্ত। সম্প্রতি, তেল আবিবের হামলায় হিজবুল্লাহর এক শীর্ষ নেতা নিহত হওয়ার পর হামলার মাত্রা বাড়িয়েছে গোষ্ঠীটি।

আরও পড়ুনঃ ইউক্রেনকে পাঁচ হাজার কোটি ডলার ঋণ জি-সেভেনের

ইউক্রেনকে পাঁচ হাজার কোটি ডলারের ঋণ দেবে জি-সেভেনের সদস্যরা। বৃহস্পতিবার (১৩ জুন) ইতালিতে শুরু হওয়া শীর্ষ সম্মেলনে এই সিদ্ধান্ত নেন জোটের নেতারা। খবর বিবিসির।

ইউক্রেনকে এই অঙ্কের ঋণ দেয়ার ক্ষেত্রে সম্মত হয়েছেন জি-সেভেনের নেতারা। জোটভুক্ত দেশগুলোতে জব্দ করা রুশ সম্পদের মুনাফা থেকে দেয়া হবে এই ঋণ। যা চলতি বছরের শেষ নাগাদই পৌঁছাবে ইউক্রেনে।

আরও পড়ুনঃ  ফুলবাড়িয়ায় ৫০ হাজার টাকার জন্য শ্বশুর-শাশুড়ি-স্ত্রী মিলে জামাইকে হত্যা

তিনদিনের সম্মেলনে প্রথম দিন ‘ইউক্রেন যুদ্ধ’ নিয়ে বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। যাতে অংশ নেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কিও। এসময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাকরনসহ অন্যান্য দেশের প্রধানরা উপস্থিত ছিলেন। বৈঠকে অংশ নিয়েছেন জোটটির অংশীদার ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তারাও।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ