Tuesday, September 23, 2025

সকালে ধরা, দুপুরেই থানার গ্রিল ভেঙে পালাল আসামি

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানায় পুলিশ হেফাজতে থাকা আরজু মিয়া (৩০) নামে এক মাদক মামলার আসামি পালিয়ে গেছেন। সোমবার এ ঘটনা ঘটে। মঙ্গলবার বিকাল ৪টা পর্যন্ত আরজু মিয়াকে আটক করতে পারেনি পুলিশ। তাকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

পলাতক আরজু মিয়া জেলার কসবা উপজেলার বিনাউটি গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।

জানা গেছে, সোমবার সকালে উপজেলার ধরখার পুলিশ ফাঁড়ির এসআই মো. মোবারক হোসেন আরজু মিয়াকে ৪ কেজি গাঁজাসহ আটক করে আখাউড়া থানায় হস্তান্তর করেন। দুপুরে তিনি থানা থেকে পালিয়ে যান।

আরও পড়ুনঃ  বিক্ষোভে উত্তাল মধুখালী, মহাসড়ক অবরোধ

আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, আসামি আরজু মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য একটি কক্ষে রাখা হয়েছিল। তিনি ওই কক্ষের জানালার গ্রিল ভেঙে পালিয়ে গেছেন। তাকে আটকে অভিযান অব্যাহত আছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ