Saturday, March 15, 2025

অন্তঃসত্ত্বা স্ত্রীকে দেখতে যাওয়ার পথে যুবককে কুপিয়ে হত্যা

আরও পড়ুন

হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীকে দেখতে যাওয়ার পথে নড়াইলের লোহাগড়া উপজেলায় নয়ন শেখ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নয়ন শেখ বয়রা গ্রামের মৃত কবিরুল শেখের ছেলে এবং আহত সবুজ কাজী একই গ্রামের হাসান কাজীর ছেলে।

নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে নয়ন শেখ তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে দেখতে সবুজ কাজীকে সঙ্গে নিয়ে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন। তাদের গ্রামের তোতা কাজীর বাড়ির পশ্চিম পাশে পৌঁছলে ১৫/২০ জনের একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তাদের মোটরসাইকেলের গতিরোধ করে।

আরও পড়ুনঃ  এস আলমের বিলাসবহুল গাড়িতে গিয়ে সংবর্ধনা নিলেন বিএনপি নেতা সালাউদ্দিন

ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে নয়ন শেখ ও সবুজ কাজীকে গুরুতর আহত করে। এলাকাবাসী নয়ন শেখ ও সবুজ কাজীকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন। সবুজ কাজীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নিহত নয়ন শেখের সঙ্গে একই গ্রামের গোলজার শেখ ও প্রভাত শেখের সঙ্গে জমিজমা ও আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। ধারণা করা হচ্ছে, এর জেরে এ ঘটনা ঘটতে পারে।

আরও পড়ুনঃ  পালাব কীভাবে, আজও ডিএমপি গিয়েছি : হারুন

লোহাগড়া থানার ওসি কাঞ্চন রায় কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ