Tuesday, September 16, 2025

জাতির কাছে ক্ষমা চেয়ে সরকারকে অবিলম্বে পদত্যাগের আহ্বান মির্জা ফখরুলের

আরও পড়ুন

দমন-নিপীড়ন বন্ধ করে ও সহিংসতায় হতাহতের ঘটনায় জাতির কাছে ক্ষমা চেয়ে সরকারকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘নানান প্রতিকূলতা উপেক্ষা করে দেশব্যাপী লাখ লাখ ছাত্র, শিক্ষক, অভিভাবকসহ জনসাধারণের সম্মিলিত স্বতঃস্ফূর্ত গণমিছিল প্রমাণ করে, সমগ্র দেশ আজ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ।’ শুক্রবার (২ জুলাই) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আজকের কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ক্ষমতাসীনরা হামলা চলায়। মির্জা ফখরুল বলেন, কর্মসূচি বানচাল করতে ফেসবুক, টেলিগ্রামসহ সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন সাইট বন্ধ করে দেয় সরকার।

আরও পড়ুনঃ  ড. ইউনূসের সঙ্গে বৈঠক শেষে নির্বাচনের তারিখ নিয়ে যা বললেন ফখরুল

বিএনপি মহাসচিব দমন-নিপীড়ন বন্ধ করে জাতির কাছে ক্ষমা চেয়ে সরকারকে আর কোনো ক্ষতি না করে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানান।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ