Sunday, March 16, 2025

আন্দোলনকারীদের সঙ্গে ব্যাটালিয়ন আনসারের সম্পর্ক নেই: ডিজি

আরও পড়ুন

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, আন্দোলনকারী আনসার সদস্যদের সঙ্গে ব্যাটালিয়ন আনসারের কোনো সম্পর্ক নেই। রোববার (২৫ আগস্ট) রাতে তিনি গণমাধ্যমকে এসব কথা জানান।

বিশৃঙ্খল আন্দোলনকারীরা অঙ্গীভূত আনসার জানিয়ে আনসার ডিজি বলেন, তাদের সঙ্গে ব্যাটালিয়ন আনসারের কোনো সম্পর্ক নেই। এ ব্যাপারে সজাগ থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, আন্দোলনকারী অনেকেই আনসার সদস্য নন। তারা বহিরাগত। আনসারের পোশাক নিয়ে তারা আন্দোলনে আসেন অন্য উদ্দেশ্যে।

আরও পড়ুনঃ  যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত

এর আগে জাতীয়করণের একদফা দাবিতে দুপুর ১২টার পর থেকে সচিবালয়ে সামনে বিক্ষোভ করেন আনসার সদস্যরা। তারা সচিবালয়ের সবগুলো গেট অবরুদ্ধ করে রাখেন। তাই সচিবালয় থেকে কেউ বের হতে কিংবা প্রবেশ করতে পারছিলেন না। সেখানে উপদেষ্টাদের অবরুদ্ধ করে রাখেন আনসার সদস্যরা।

রোববার রাত সাড়ে ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন ফেসবুকে অবরুদ্ধের বিষয়টি জানিয়ে পোস্ট দিলে, শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সচিবালয়ের অভিমুখে রওয়ানা হন।

আরও পড়ুনঃ  ‘রিসেট বাটন’ নিয়ে যে ব্যাখ্যা দিলেন মাহফুজ আলম

এরপর শিক্ষার্থীদের সঙ্গে আনসারদের সংঘর্ষ হয়। দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে উভয়পক্ষকে শান্ত করার চেষ্টা করে।

এ সময় তারা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে কিছুক্ষণের জন্য ছত্রভঙ্গ হয় উভয়পক্ষ। তবে কিছুক্ষণের মধ্যেই ফের সংগঠিত হয়ে শিক্ষার্থীরা আনসারদের ধাওয়া করে। এ সময় আনসার সদস্যরা ইউনিফর্ম খুলে জিপিও এলাকা দিয়ে পালিয়ে যান।

তবে কিছু সদস্য ঘটনাস্থলে থেকে গেলেও তাদেরকে আত্মসমর্পণ করতে দেখা গেছে। সংঘর্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহসহ অনেকে আহত হয়েছেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ