Tuesday, March 18, 2025

কবরস্থান থেকে সাবেক এমপি একরামুলের আগ্নেয়াস্ত্র উদ্ধার

আরও পড়ুন

পরিত্যক্ত অবস্থায় নিজ বাড়ির পাশের কবরস্থান থেকে উদ্ধার হলো নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর আগ্নেয়াস্ত্র। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের তার নিজ বাড়ির পাশের কবরস্থান থেকে এ অস্ত্র উদ্ধার করে যৌথবাহিনী।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন খবরের ভিত্তিতে কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। পাশাপাশি ১২ রাউন্ড কার্তুজও পাওয়া যায়।

আরও পড়ুনঃ  বিজিবির সঙ্গে কা'স্তে হাতে বসে থাকা কে এই ব্যক্তি

প্রসঙ্গত, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত যত ধরনের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেয়া হয়, সরকার তা স্থগিত করেছে।

এসব অস্ত্র ও গোলাবারুদ ৩ সেপ্টেম্বরের মধ্যে নিজ নিজ জেলার থানায় জমা দিতে বলা হয় লাইসেন্স প্রাপ্তদের। সরকারি নির্দেশনা মোতাবেক আগ্নেয়াস্ত্রগুলো জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩ সেপ্টেম্বর।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির পর নোয়াখালীতে স্থগিতযোগ্য ৭৬টি আগ্নেয়াস্ত্রের মধ্যে ৭৫টি জমা দিয়েছেন লাইসেন্সধারীরা। বাকি একটি আগ্নেয়াস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে যৌথবাহিনী।

আরও পড়ুনঃ  আন্তর্জাতিক আদালতে ড. ইউনূসসহ ৬২ জনের বিরুদ্ধে অভিযোগ

জানা গেছে, নোয়াখালীতে মোট ১৮৫টি আগ্নেয়াস্ত্র লাইসেন্স নেয়া ছিল। এদের অধিকাংশই আর্থিক প্রতিষ্ঠান, সরকারি কর্মকর্তা (চলমান), সাবেক এমপি-মন্ত্রী এবং রাজনৈতিক ও ব্যবসায়ী রয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ