Saturday, August 9, 2025

ছাত্রলীগ নেতার পেট ও বুকে কলম ঢুকিয়ে দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

আরও পড়ুন

নরসিংদীর বেলাবতে স্বেচ্ছাসেবক লীগের এক নেতার বিরুদ্ধে হামলায় ছাত্রলীগ নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে উপজেলা গোসালাকান্দা গ্রামের নতুন বাজারে এ ঘটনা ঘটে। এ সময় কলম দিয়ে ছাত্রলীগ নেতার পেট ও বুকের একাধিক স্থানে জখম করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্তের নাম সালমান হোসেন সাগর। তিনি উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে আছেন। আর আহত ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম একই ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

আরও পড়ুনঃ  ১০০ টাকার বেগুন বগুড়ায় বিক্রি হচ্ছে ২০ টাকায়, মিলছে না ক্রেতা

অভিযোগ সূত্রে জানা যায়, বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের ৫৪নং গোসালাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোমবার (৪ মার্চ) বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে অতিথিদের নাম দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের ওই নেতার সঙ্গে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাকবিতণ্ডা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার আবারও তর্কে জড়িয়ে পড়েন দুই নেতা। এ সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা সালমান কলম দিয়ে আশরাফুলের বুকে ও পেটে আঘাত করে।

পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা ওই ছাত্রলীগ নেতাকে উদ্ধার করে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুনঃ  ৮ বছর ধরে ফ্রি-তে সেহরি ও ইফতার করান রফিক

এ ঘটনায় আহত আশরাফুলের পিতা মো. বাদল মিয়া বাদী হয়ে বেলাব থানায় একটি মামলা দায়ের করেন। এতে হামলাকারী স্বেচ্ছাসেবক লীগ নেতা সালমান হোসেন সাগরসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। যার মামলা নং-৩। পরে পুলিশ আসামি সালমান হোসেন সাগরকে গ্রেপ্তার করে ।

ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম জানান, স্কুলের অনুষ্ঠানের ব্যানারে নাম দেওয়া নিয়ে সালমান আমার ওপর অন্যায়ভাবে হামলা করে। এ ঘটনায় আমি দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।

আরও পড়ুনঃ  থানায় ঢুকে পুলিশ পিটিয়ে আসামি ছিনতাইয়ের চেষ্টা, স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ আটক ৫

মামলার বাদী মো. বাদল মিয়া বলেন, সালমান আমার ছেলের ওপর হামলা করেছে। এ ঘটনায় আমি থানায় মামলা দায়ের করেছি।

বেলাব থানার ওসি মো. আজিজুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ