Wednesday, September 17, 2025

সহ-সমন্বয়ক মেহেদীর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি, শোকজ প্রত্যাহার

আরও পড়ুন

নারী শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ প্রমাণিত না হওয়ায় কেন্দ্রীয় সহ-সমন্বয়ক মেহেদী হাসান বাবুর বিরুদ্ধে ইস্যুকৃত শোকজ (কারণ দর্শানো নোটিশ) প্রত্যাহার করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে সংগঠনটির মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৮ নভেম্বর কেন্দ্রীয় সহ-সমন্বয়ক জনাব মেহেদী হাসান বাবু কে শোকজ করার প্রেক্ষিতে ও প্রাপ্ত উত্তরের ভিত্তিতে এই অভিযোগের শতভাগ সত্যতা বা সংশ্লিষ্টতা না পাওয়ায় শোকজ আদেশ প্রত্যাহার করা হলো।

আরও পড়ুনঃ  রাজধানী পরিবহনের ৩০টি বাস আটক করল জাবি শিক্ষার্থীরা

এর আগে শুক্রবার (৮ নভেম্বর) এক নারী শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ করায় বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক মেহেদী হাসান বাবুকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করা হয়।

মেহেদী হাসান বাবু বেসরকারি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন। কেন্দ্রীয় সহ-সমন্বয়কের পাশাপাশি বিশ্ববিদ্যালয়টির সমন্বয়ক হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ