Saturday, March 15, 2025

সুপ্রীমকোর্টের আইনজীবী যুথীর জামিন আবেদন শুনতে হাইকোর্টের অপারগতা

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে মারামারি ও ভাঙচুরের ঘটনার পর হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথীর আগাম জামিন আবেদনের ওপর শুনানি নিতে অপারগতা প্রকাশ করেছেন একটি হাইকোর্ট বেঞ্চ।

সোমবার (১৮ মার্চ) বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নুর উদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই অপারগতা প্রকাশ করেন। আইনজীবী যুথী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্‌ পরশের স্ত্রী।

আরও পড়ুনঃ  জমি পাওয়ার জন্য ড. ইউনূস স্যারকেও বাবা ডাকতে রাজি আছি : জয়

এর আগে গত ১৪ মার্চ হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় হাইকোর্টে আগাম জামিন আবেদন করেছেন নাহিদ সুলতানা যুথী।

একই মামলার আসামি অ্যাডভোকেট শাকিলা রৌশন, ব্যারিস্টার চৌধুরী মৌসুমী ফাতেমা (কবিতা) জামিন আবেদন করেছেন।

এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সালের নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে হট্টগোল, হাতাহাতি ও মারামারি, ভাঙচুরের ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় মামলা করা হয়। সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান চৌধুরী সাইফ বাদী হয়ে এই মামলা করেন।

আরও পড়ুনঃ  ঈদের আগে পরিবারের কাছে ফিরতে পারবেন, আশা জিম্মি নাবিকদের

মামলায় অ্যাডভোকেট যুথীকে এক নম্বর আসামি করা হয়েছে। এছাড়া বিএনপির প্যানেলের সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ ২০ জনকে আসামি করা হয়।

পরে এই মামলায় ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ ৬ আইনজীবীকে গ্রেপ্তার করা হয়। রিমান্ড শেষে বর্তমানে কারাগারে আছেন কাজল।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ