Friday, March 14, 2025

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণ

আরও পড়ুন

নওগাঁর বদলগাছী উপজেলার গোবরচপায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে গোবরচোপা প্রাথমিক বিদ্যালয় গেটের সামনে এই ঘটনা ঘটে।

বদলগাছী থানার ওসি শাহজাহান আলী জানান, রাত ৮টার দিকে দুটি মাইক্রোবাসে করে কয়েকজন গোবরচোপা স্কুল গেটের সামনে দাঁড়ান। এ সময় জয় বাংলা স্লোগান দিয়ে আটটি ককটেল নিক্ষেপ করেন তারা।

তার মধ্যে দুটির বিস্ফোরণ ঘটে। বাকি ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। তবে ঘটনায় কাউকে এখন পর্যন্ত আটক করতে পারিনি পুলিশ।

আরও পড়ুনঃ  ধোঁয়ার কুণ্ডলীর সঙ্গে দাউ দাউ করে জ্বল*ছে সচিবালয়

এ দিকে বিস্ফোরণের ঘটনার পর আওয়ামী লীগকে দায়ী করে বিচার দাবিতে তাৎক্ষণিক মিছিল করেছে স্থানীয় বিএনপি।

আরও পড়ুনঃ নিভে গেল দুই বন্ধুর জীবন

দিনাজপুরের বিরামপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহতের ঘটনা ঘটেছে। সোমবার (৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের উপজেলার জোয়ালকামড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বিরামপুর পৌর শহরের সারাংপুর মহল্লার জিয়ারুল ইসলামের ছেলে খোকা বাবু (১৮) এবং একই মহল্লার রফিকুল ইসলামের ছেলে রিফাত হোসেন (১৮)।

আরও পড়ুনঃ  বিবেকের চেয়ে বড় কিছু নেই লিখে ছাত্রলীগ নেতার পদত্যাগ

বিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমতাজুল হক জানান, ওই দুই বন্ধু মোটরসাইকেলযোগে গোবিন্দগঞ্জ অভিমুখে অজ্ঞাত স্থানে যাওয়ার সময় বিপরীত দিক থেকে দিনাজপুর অভিমুখে যাওয়া একটি লোহার রডবোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

পরে ঘটনাস্থলে খোকা বাবু এবং রিফাতকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও হেল্পার পালাতক রয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ