Monday, March 17, 2025

বিশ্ববিদ্যালয় ছাত্রীকে কুপিয়ে মোবাইল ছিনতাই

আরও পড়ুন

রাজধানীর বাড্ডায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে মোবাইল নিয়ে পালিয়েছে ছিনতাইকারীরা। ওই ছাত্রীর নাম অপূর্ণা আক্তার ইতি। তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের শিক্ষার্থী।

রবিবার (২ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে আফতাব নগরের বি-ব্লকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগী ছাত্রীর এক সহপাঠী জানান, রাতে জিম থেকে হোস্টেলের উদ্দেশ্যে রওনা হয় ইতি। এসময় ৩-৪ জন ছিনতাইকারী পথরোধ করে মোবাইল, টাকা ও ব্যাগ চায়। ইতি এগুলো দিতে না চাইলে তাদের মধ্যে প্রথমে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে আহত করে সব নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, হাসপাতালে চিকিৎসা নেওয়া শেষে ওই ছাত্রী বাসায় ফিরেছেন। ক্যাম্পাস-সংলগ্ন এলাকায় কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা আমরা খতিয়ে দেখছি। এ বিষয়ে আমাদের একাধিক টিম কাজ করছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুনঃ  শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ইফতার পার্টি নিষিদ্ধ করল প্রশাসন

সুত্রঃ একুশে বার্তা

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ