Saturday, September 20, 2025

আরাকান আর্মির সেন্টমার্টিন দ্বীপ দখলের দাবি, যা জানা গেল

আরও পড়ুন

সম্প্রতি মিয়ানমারের আরাকান আর্মি বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপ দখল করে নিয়েছে দাবিতে একটি তথ্য ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে প্রচার করা হয়েছে।

আন্তর্জাতিক ফ্যাক্ট চেকিং নেটওয়ার্ক স্বীকৃত রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মিয়ানমারের আরাকান আর্মি কর্তৃক বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপ দখল করার দাবিটি সঠিক নয়। বরং কোনো তথ্যসূত্র উল্লেখ ছাড়াই ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে শুরুতে আলোচিত দাবিটির সূত্রপাত অনুসন্ধানে কতিপয় ভারতীয় এক্স হ্যান্ডেলে অন্তত ৩০ ডিসেম্বর (২০২৪) থেকে উক্ত দাবিটি প্রচার হতে দেখা যায়।

আরও পড়ুনঃ  ড. মাসুদের অনু*রোধে পটুয়াখালীর মাহফিলে থাকবেন ড. আজহারী

তবে আন্তর্জাতিক গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে মিয়ানমারের আরাকান আর্মি কর্তৃক বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপ দখল কিংবা বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির অনুপ্রবেশের কোনো সত্যতা খুঁজে পাওয়া যায়নি।

পরবর্তী অনুসন্ধানে মিয়ানমারের গণমাধ্যম The Irrawaddy এর ওয়েবসাইটে গত ০৯ ডিসেম্বর (২০২৪) ‘AA Takes Complete Control of Myanmar-Bangladesh Border After Seizing Maungdaw’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

ওই প্রতিবেদন থেকে জানা যায়, গত ০৮ ডিসেম্বর (২০২৪) দেশটির মংডু শহর দখলের পর আরাকান আর্মি বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের ২৭০ কিলোমিটার দীর্ঘ সীমান্তের পুরোপুরি নিয়ন্ত্রণ নেয়।

আরও পড়ুনঃ  দাফনের জায়গা নেই, মায়ের লাশ নিয়ে অপেক্ষা সন্তানের

বিষয়টি নিয়ে জাতীয় দৈনিক দ্য ডে ই লি স্টা রের অনলাইন সংস্করণে গত ১৩ ডিসেম্বর (২০২৪) প্রকাশিত এক মতামত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।

প্রায় নয় মাসেরও বেশ সময় ধরে মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। বর্তমানে Kreaty.in নামের যে এক্স অ্যাকাউন্টটি থেকে ভুয়া এই দাবিটি প্রচার করা হচ্ছে, সেই একই অ্যাকাউন্ট থেকে গত মাসে (ডিসেম্বর) আরাকান আর্মি কর্তৃক বাংলাদেশের টেকনাফ অঞ্চল দখলের আরেকটি ভুয়া দাবিও প্রচার করা হয়েছিল। সে সময় বিষয়টি নিয়ে বিস্তারিত ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

আরও পড়ুনঃ  গাজীপুরে বিএনপি নেতা*কে দল থেকে বহিষ্কার

সুতরাং, মিয়ানমারের আরাকান আর্মি বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপ দখল করে নিয়েছে দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ