Saturday, August 2, 2025

শিক্ষার্থীদের উপর হামলার নেতৃত্বে ছাত্রলীগ নেতা আহতের তালিকায়; ছবি ভাইরাল

আরও পড়ুন

চব্বিশে কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার নেতৃত্ব দেওয়া সত্ত্বেও ‘জুলাই আহতদের’ তালিকায় এবার নাম উঠেছে নিষিদ্ধ সংগঠন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা শেখ মো. রাসেলের।

ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগ নেতার পদ-পদবি ও কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার ছবি ভাইরাল হলে স্থানীয় প্রশাসন নড়েচড়ে বসে। তবে এ ঘটনায় আন্দোলনকারী শিক্ষার্থীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে তালিকা থেকে নাম বাতিলের দাবি জানিয়েছে।

জানা যায়, শেখ মো. রাসেল নোয়াখালী জেলার কুতুবপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিল। অভিযোগ রয়েছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে কোটা সংস্কার আন্দোলন দমন করতে সারাদেশের মতো নোয়াখালী জেলাতেও ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।

আরও পড়ুনঃ  ডিপ্লোমা প্রকৌশলীদের মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ দেওয়া হবে

প্রত্যক্ষদর্শী অনেক শিক্ষার্থী জানান,শেখ মো. রাসেল নিজেও এসব হামলায় সরাসরি অংশ নেন এবং আন্দোলনকারীদের উপর সহিংসতা চালানোর নেতৃত্ব দেন।কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের দাবি, হামলাকারী হয়েও কীভাবে তিনি ‘আহত’ হিসেবে তালিকাভুক্ত হলেন,প্রশাসনকে তা তদন্ত করে দেখার আহ্বান জানান।

গেল ৪ মার্চ প্রকাশিত ‘জুলাই আহতদের’ গেজেটে শেখ মো. রাসেলের নাম দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সাধারণ শিক্ষার্থীরা। তাদের দাবি, যারা সত্যিকারের আহত হয়েছেন, তাদের বাদ দিয়ে ছাত্রলীগের হামলাকারীদের এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আন্দোলনকারীরা দ্রুত তদন্ত করে তার নাম বাতিলের আহ্বান জানিয়েছেন এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।

আরও পড়ুনঃ  বিদেশ থেকে এই উপদেষ্টা কী কী পরিকল্পনা নিয়ে এসেছেন আল্লাহ মালুম: সালাউদ্দিন

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার সদস্যসচিব বনি ইয়ামিন জানান,বিষয়টি অত্যন্ত দু:দুঃখজনক।নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের উপর হামলায় সরাসরি জড়িত ছিল সে কীভাবে আন্দোলন আহতদের তালিকায় তার নাম আসছে বিষয়টি বোধগম্য নয়।

সে সময় প্রশাসন, সিভিল সার্জন প্রতিনিধিরা কোন কোন সমন্বয়কের সাথে যোগাযোগ করে তালিকা করেছে বিষয়টি পরিষ্কার করা দরকার। কাদের ইন্ধনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আহতের তালিকায় নাম এসেছে বিষয়টি সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।

আরও পড়ুনঃ  রাজধলা স্মরণিকা মোড়ক উন্মোচন, বৃত্তি প্রদান, ও ইফতার মাহফিল সম্পূর্ণ

এ বিষয়ে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান বলেন,বিষয়টি আমাদের নজরে এসেছে।ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছি।

তিনি আরও জানান, আমরা প্রত্যেকটি তালিকা প্রস্তুতের সময় ছাত্র প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে কাজ করেছি, যাতে তালিকায় নির্ভুলভাবে সংশ্লিষ্টদের নাম অন্তর্ভুক্ত থাকে।

এই তালিকা তৈরির প্রক্রিয়ায় ছাত্র প্রতিনিধিরা সরাসরি ভেরিফিকেশন করেছে, যাতে যথাযথভাবে সঠিক তথ্য অন্তর্ভুক্ত থাকে। তবে সংশ্লিষ্ট কোনো শিক্ষার্থী বা প্রতিনিধি যদি কোনো ভুল চিহ্নিত করে আমরা তা খতিয়ে দেখব এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ