Friday, August 1, 2025

‘এদেশের রাজনীতিবিদরা হারামজাদা, এদের চেয়ে বড় নিমক হারাম নাই : সুপ্রিম কোর্টের আইনজীবী

আরও পড়ুন

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহউদ্দিন রিগ্যান বলেছেন, এদেশের রাজনীতিবিদরা হারামজাদা, এদের চেয়ে বড় নিমক হারাম নাই। এরা দেশের খাই দেশের ক্ষতি করে। এদের উপার্জনের একমাত্র উৎস রাজনীতির নামে লুটপাট।মঙ্গলবার বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

এদিকে, সালাহউদ্দিন রিগ্যানের ওই পোস্টে মন্তব্য করেছেন অনেকেই। তামিম হাসান নামের এক ব্যক্তি লিখেছেন, ঠিক বলছেন, কিন্তু জনগণ তাদের সাথে না থাকলে কিছুই করতে পারে না। বোকা জনগণ তাদের সাথে থাকে। যেমন কর্ম তেমন ফল আর কি।

আরও পড়ুনঃ  বাংলাদেশি রুহেলকে ধরিয়ে দিলে ২০ হাজার ডলার দেবে এফবিআই

জহিরুল ইসলাম লিখেছেন, ৫৪ বছ‌রে আজ‌কের এই বাংলা‌দেশ একমাত্র রাজনী‌তি‌বিদ‌দের অবদান। এদেশের লাখ টাকার বাগান খায় ২ টাকার ছাগ‌লে।

সেলিম সাদিক লিখেছেন, যদি এমন হতো প্রতি বছর নিজের অর্থ থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ সরকারি ফান্ডে জমা দিতে হবে আর সরকারি অর্থ কোন খাতে খরচ করছে তার রশিদ উপযুক্ত প্রমাণসহ সরকারের কাছে জমা দিতে হবে, তাহলে হয়তো চোরেরা দুইবার ভাবতো।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ