Friday, March 14, 2025

শেখেরচর বাবুরহাটে আগুন; ৩২টি কাপড়ের দোকান পুড়ে ছাই

আরও পড়ুন

স্টাফ রিপোর্টার, নরসিংদী:

নরসিংদীর শেখেরচর বাবুরহাটে রাতের আঁধারে পুড়ে গিয়েছে অন্তত ৩২টি কাপড়ের দোকান। শনিবার (১৬ মার্চ) দিবাগত রাত ২টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা।

আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তাদের ১ ঘণ্টার চেষ্টায় রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে। তবে, আগুন পুরোপুরি নেভাতে সময় লাগে আরও ২ ঘণ্টা।

সরেজমিন দেখা গেছে, এসব দোকানে গজ কাপড় ও তোষকের কভার পাইকারি কেনাবেচা চলতো। আগুন নেভানোর আগেই প্রায় ৯০ শতাংশ কাপড় পুড়ে যায়। যেগুলো অবশিষ্ট আছে সেগুলো কোনো কাজে লাগবে না জানিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এ অগ্নিকাণ্ডে ৩২টি দোকানের ১০ কোটি টাকার কাপড় নষ্ট হয়ে গেছে।

আরও পড়ুনঃ  নওগাঁয় মদ পানে ৩ কলেজছাত্রের মৃত্যু

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্র, প্রাথমিকভাবে এমনটাই ধারনা করছে ফায়ার সার্ভিস। অন্যদিকে পুঁজি হারানো ব্যবসায়ীরা বলছেন, তাদের ঘুরে দাঁড়াতে প্রয়োজন সরকারের সুদৃষ্টি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ